Viral Video: ছাত্রকে একের পর এক চড় শিক্ষকের, গাল সরাতেই শুরু লাথি, বেকবেঞ্চারদের তোলা ভিডিয়ো ভাইরাল
Latest Viral Video: মাত্র 17 সেকেন্ডের ভিডিয়োতে দেখা গেল, এক পড়ুয়াকে ক্লাসের মধ্যে গালে একের পর এক থাপ্পড় কষিয়ে চলেছেন তাঁর শিক্ষক। শুধু তাই নয়। ওই শিক্ষক লাথি পর্যন্ত মেরেছেন তাঁর ক্লাসের ছাত্রটিকে।
Latest Viral Video: ছাত্রকে বেধরক মারছেন শিক্ষক, তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সে ছাত্র যে খুব ছোট এমন নয়, বেশ বড়। ঘটনাটি এ দেশেরই কোনও এক স্কুলের, কিন্তু কোন স্কুলের তা নির্দিষ্ট করে জানা যায়নি। মাত্র 17 সেকেন্ডের ভিডিয়োতে দেখা গেল, এক পড়ুয়াকে ক্লাসের মধ্যে গালে একের পর এক থাপ্পড় কষিয়ে চলেছেন তাঁর শিক্ষক। শুধু তাই নয়। ওই শিক্ষক লাথি পর্যন্ত মেরেছেন তাঁর ক্লাসের ছাত্রটিকে।
ভিডিয়োতে দেখা গেল, ওই শিক্ষক ক্লাসে ছাত্রটিকে পরপর চড় মেরে চলেছেন। এদিকে ছাত্রটিও নিজেকে বাঁচাতে তার মুখটা বারবার ঘুরিয়ে নিচ্ছে। এমনই সময় দেখা যায়, ওই শিক্ষক যখন পড়ুয়াকে চড় মারবেন বলে গালটা বাড়াতে বলছেন, তখন সে নিজেকে বাঁচাতে মুখটা ফিরিয়ে নেয়। ক্রোধে তখন ওই শিক্ষক লাথি মারতে শুরু করেন। ওই ক্লাসেরই পিছনের দিকের সিটে বসে থাকা এক পড়ুয়া ভিডিয়োটি রেকর্ড করে। সেই ভিডিয়োই এখন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে।
গত 23 মার্চ টুইটারে @HasnaZarooriHai নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছেন একজন মহান শিক্ষক।’ বহু মানুষ খুব অল্প সময়ের মধ্যেই ক্লিপটি দেখে ফেলেছেন। কয়েক হাজার লাইক পড়েছে ভিডিয়োটিতে। ইউজ়াররা কমেন্ট সেকশনে নিজেদের মত প্রকাশ করেছেন।
हमारी प्राचीन परम्परा को जीवित रखता हुआ एक महान शिक्षक ???????????? pic.twitter.com/3Sa9AxIaTa
— Hasna Zaroori Hai ?? (@HasnaZarooriHai) March 23, 2023
একজন লিখেছেন, “আমার স্কুলের দিনগুলির কথা মনে করিয়ে দিল এই ভিডিয়ো।” আর একজন যোগ করলেন, “আমাদের সময় তো শিক্ষকরা বিশেষজ্ঞ ছিলেন। সেকেন্ডের ভিত্তিতে তাঁরা আমাদের চড় মারতেন।” তৃতীয়জন যোগ করলেন, “এই কাণ্ডটা যদি হরিয়াণায় ঘটত, তাহলে স্কুল ছুটির পরে ওই ছাত্রই বদলা নিয়ে ছাড়।” কেউ কেউ আবার এমনটাও বলেছেন, “এভাবে কখনও কোনও শিক্ষার্থীকে মারা উচিত নয়। এই লোকটাকে আমার শিক্ষক বলতে লজ্জা করছে।”