Viral Video: ওত পেতেছিল শক্তিশালী কুমির, মিলিসেকেন্ডের ব্যবধানে তার শক্ত চোয়াল ছেড়ে বেরিয়ে গেল ‘মননশীল’ হরিণ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 07, 2023 | 7:58 PM

Viral Video Today: ভিডিয়োতে দেখা গিয়েছে, হ্রদ থেকে জল পান করছিল একটি হরিণ। সেই হ্রদেই ঘাপটি মেরে লুকিয়েছিল কুমিরটি। হঠাৎই সে নিঃশব্দে আসে এবং হরিণটিকে আক্রমণের চেষ্টা করে। তবে ওই হরিণ কিন্তু সতর্ক ছিল। এই হ্রদেই যে তার মৃত্যুফাঁদ পাতা হয়েছে, তা সে আগেই টের পেয়েছিল।

Viral Video: ওত পেতেছিল শক্তিশালী কুমির, মিলিসেকেন্ডের ব্যবধানে তার শক্ত চোয়াল ছেড়ে বেরিয়ে গেল মননশীল হরিণ
হরিণটাকে খেতে গিয়েও পিছিয়ে আসতে বাধ্য হল কুমির।

Follow Us

Latest Viral Video: বিজ়নেস টাইকুন আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) তার নানাবিধ পোস্টে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বিস্মিত করতে থাকেন! কখনও কোনও অনুপ্রেরণাদায়ক ভিডিয়ো, কখনও আবার মনোজ্ঞ কোনও বিষয়বস্ত, মজাদার পোস্টও শেয়ার করেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। আনন্দ মাহিন্দ্রার টুইটার প্রোফাইল যেন জ্ঞান ও তথ্যের ভাণ্ডার, আকর্ষণীয় পোস্টের লাইব্রেরি। প্রত্যেক সোমবার তিনি একপ্রকার নিয়ম করেই ‘মানডে মোটিভেশন’ শীর্ষক পোস্টে নানাবিধ ভিডিয়ো শেয়ার করেন। সম্প্রতি তিনি এমনই একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে একটি হরিণকে (Deer) আক্রমণ করতে দেখা গিয়েছে জল থেকে হুট করে উঠে আসা একটি কুমিরকে (Crocodile)। কিন্তু সত্যিই কি সেই কুমির শেষ পর্যন্ত ওই হরিণের নাগাল পায়? উত্তরটা জানতে আপনাকে এই ভিডিয়ো অতি অবশ্যই দেখতে হবে।

মানবজীবনে মননশীলতার গুরুত্ব তুলে ধরে হরিণ ও কুমিরের ভিডিয়োটি শেয়ার করেছেন মিস্টার মাহিন্দ্রা। লোম খাড়া করার মত ভিডিয়োটিতে দেখা গিয়েছে, কুমিরের চোয়ালের কাছাকাছি চলে আসার পরেও কীভাবে ওই হরিণটি পালিয়ে যায়। হরিণের এমনতর প্রতিবর্ত ক্রিয়ায় মুগ্ধ হয়ে গিয়েছেন আনন্দ মাহিন্দ্রা। ‘ক্লিপস দ্যাট গো হার্ড’ নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়ো প্রথমে পোস্ট করা হয়েছিল। পরবর্তীতে তা শেয়ার করেন আনন্দ মাহিন্দ্রা। গত 5 জুন ভিডিয়োটি তিনি শেয়ার করেছিলেন। এর মধ্যেই তার ভিউ 1.4 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে।


ভিডিয়োতে দেখা গিয়েছে, হ্রদ থেকে জল পান করছিল একটি হরিণ। সেই হ্রদেই ঘাপটি মেরে লুকিয়েছিল কুমিরটি। হঠাৎই সে নিঃশব্দে আসে এবং হরিণটিকে আক্রমণের চেষ্টা করে। তবে ওই হরিণ কিন্তু সতর্ক ছিল। এই হ্রদেই যে তার মৃত্যুফাঁদ পাতা হয়েছে, তা সে আগেই টের পেয়েছিল। কুমিরটি তার শক্ত চোয়াল বের করে টুকটুক করে যেই না হরিণটাকে আঁকড়ে ধরতে আসে, তৎক্ষণাৎ সেখান থেকে মারছুট দেয় ওই বুদ্ধিমান হরিণ। আর তাতেই সে কুমিরের অতর্কিত আক্রমণ থেকে নিজেকে বাঁচায়।

ভিডিয়োটি দেখার পর নেটিজ়েনরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁদের একজন বিস্মিত হয়েছে লিখছেন, “এই পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র উপায় হল, জীবনে প্রতিটা মুহূর্তের জন্য মনোযোগী হওয়া।” দ্বিতীয় জন যোগ করলেন, “অসাধারণ! এই গতিতে এত কম সময়ের মধ্যে পিছিয়ে যাওয়া সত্যিই অসম্ভব।” তৃতীয় জনের মন্তব্য, “হরিণটি যত দ্রুততার সঙ্গে পালাল, তা সত্যিই আমার গায়ে কাঁটা দিয়ে গেল। মিলিসেকেন্ডেরও কম সময় মনে হয়।”

Next Article