Viral Video: কারখানায় আলুর চিপস তৈরির ভিডিয়ো ভাইরাল, লোকজনের প্রশ্ন, ‘হাওয়া কোথায় গেল?’
Potato Chips Making Video: লাইন দিয়ে একের পর আলু মেশিনে ঢোকাতে দেখা গেল। জেট স্প্রিংকলারের মাধ্যমে আলুগুলিকে পরিষ্কার করে, কেটে নেওয়া হল নেওয়া হল খুব দ্রুত। একমাত্র মেশিনের মাধ্যমেই প্রত্যেকটা আলুর পিস যেন এক মাপের হয়। তার ঠিক পরেই আলুর টুকরোগুলি টগবগ করে ফুটতে থাকা গরম তেলে ডুবিয়ে দেওয়া হল।
Latest Viral Video: রাস্তাঘাটে খিদে পেলে আমরা অনেকেই চিপসের প্যাকেট কিনে তা খেতে থাকি। কিন্তু সেই প্যাকেট থেকে চিপস খেয়ে যেন আমাদের মন ভরে না! কারণ, আমাদের মনে একটা চিন্তাভাবনা ঘুরতে থাকে, এই প্যাকেটে কি গ্যাস হাওয়া থাকে? সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ধরা পড়েছে, কারখানায় কীভাবে চিপস তৈরি হয়।
অনিকেত লুথরা নামের এক ভ্লগার ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, শ্রমিকরা বস্তা বোঝাই আলু নিয়ে গিয়ে, কারখানায় কীভাবে দ্রুততার সঙ্গে সেগুলিকে মেশিনে ঢুকিয়ে, তার খোসা ছাড়িয়ে, পিস করে কেটে চিপস তৈরি করছেন।
লাইন দিয়ে একের পর আলু মেশিনে ঢোকাতে দেখা গেল। জেট স্প্রিংকলারের মাধ্যমে আলুগুলিকে পরিষ্কার করে, কেটে নেওয়া হল নেওয়া হল খুব দ্রুত। একমাত্র মেশিনের মাধ্যমেই প্রত্যেকটা আলুর পিস যেন এক মাপের হয়। তার ঠিক পরেই আলুর টুকরোগুলি টগবগ করে ফুটতে থাকা গরম তেলে ডুবিয়ে দেওয়া হল। সেখান থেকেই খাস্তা, সোনালি রঙের মুচমুচে আলুর চিপস তৈরি হয়ে গেল।
তবে তাতে সেই চিপসের স্বতন্ত্র স্বাদ দেওয়ার জন্য বিভিন্ন মশলাও প্রয়োগ করা হয়। তারপরই বিশ্বব্যাপী স্ন্যাক্সপ্রেমীদের কাছে পৌঁছে দিতে যাত্রা শুরু করার জন্য তৈরি হয়ে যায় চিপসের প্যাকেটটি। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অল্প সময়ের মধ্যেই তার ভিউ 140K ছাপিয়ে গিয়েছে। বহু মানুষ ছবিতে নিজেদের মন্তব্যও ব্যক্ত করেছেন। তবে কৌতূহলী মানুষজনের একটাই প্রশ্ন, ‘তাহলে প্যাকেটে হাওয়াটা কখন ভরা হয়?’