Viral Video: চুল ডুবিয়ে খেতে হয় এই স্যুপ! চুপচাপ সাবাড় করছেন এই চিনাম্যান, ভয়ঙ্কর ভাইরাল ভিডিয়ো

Viral Video Today: দুরকমের স্যুপ রাখা আছে। আর তার পাশে রাখা আছে এক গাছা চুল ( Hair)। কাঁচি দিয়ে চুল কেটে সেটিকে স্যুপে (Soup) ডুবিয়েই তিনি মুখে তুললেন! আর সেই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনরা যা মন্তব্য করেছেন, ভাবতে পারবেন না।

Viral Video: চুল ডুবিয়ে খেতে হয় এই স্যুপ! চুপচাপ সাবাড় করছেন এই চিনাম্যান, ভয়ঙ্কর ভাইরাল ভিডিয়ো
এমন খাবার আগে কখনও দেখেছিলেন?
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 7:37 PM

Latest Viral Video: এই নেটদুনিয়ায় আপনি যে আর কত কী-ই দেখবেন, তা কল্পনা করতে পারবেন না। চিন এমনই একটা দেশ, সে দেশের মানুষজনের কাছে ‘অখাদ্য’ আর কিছু নেই! সাপ থেকে শুরু করে ব্যাঙ, পোকামাকড়, কিছুই বাদ দেন না তাঁরা। কিন্তু তা বলে কি কেউ চুল দিয়ে খাবার খেতে পারেন? এমনটা বললে আপনি কি বিশ্বাস করবেন? কিন্তু যদি দেখানো হয়? তাহলে তো আপনি বিশ্বাস করতে বাধ্য। সে খাবারও সেই চিনের। দুরকমের স্যুপ রাখা আছে। আর তার পাশে রাখা আছে এক গাছা চুল ( Hair)। কাঁচি দিয়ে চুল কেটে সেটিকে স্যুপে (Soup) ডুবিয়েই তিনি মুখে তুললেন! আর সেই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনরা যা মন্তব্য করেছেন, ভাবতে পারবেন না।

ইনস্টাগ্রামে reelfoody নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। অবাক করার মতো ভিডিয়ো। সেখানে দেখা গেল, রেস্তোরাঁয় খাবার সাজিয়ে বসে আছেন এক ব্যক্তি। একদিকে রাখা আছে দুরকমের স্যুপ। আর একদিকে এক গাছা চুল রয়েছে। ওই ব্যক্তি একটা কাঁচি বের করে চুলগুলি থেকে একটা টুকরো কেটে নিলেন। তারপর সেটি দুটি স্যুপে পরপর ডুবিয়ে মুখে তুলে নিলেন। ঠিক যেভাবে ন্যুডলস খাওয়া হয়, কিছুটা সেরকম ভাবেই চুল দিয়ে তৈরি এই খাবার মুখে তুলে নিলেন ওই ব্যক্তি। ভিডিয়োটা দেখলে আপনারও চক্ষু চড়কবৃক্ষে উঠবে।

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “আপনি কি লাঞ্চের জন্য প্রস্তুত?” কয়েক হাজার মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। এই ভিডিয়ো যেন অনেককেই হতচকিত করেছে। ভিডিয়োটি দেখার পর অনেকেই যেন ডিসলাইক বাটনের সন্ধান করছিলেন।

একজন লিখলেন, “আমাকে ডিসলাইক বাটনটি খুঁজে দিন প্লিজ়।” আর একজন যোগ করলেন, “আমার তো মনে হল, একজন নাপিত ব্রেকে লাঞ্চ করতে এসেছেন।” আর একজনের বক্তব্য, “এটা চুল নয়। এটা আমাদের একটা ট্র্যাডিশনাল খাবার, যা চুলের মতোই দেখতে।”