Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এমন কিছু অদ্ভুত জিনিস ভাইরাল হয়, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় অধিকাংশ নেটিজ়েনের। কখনও কেউ এক মিনিটে 500 গ্রাম চিজ় খেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখায়। আবার কখনও বিরাট একটি ব্যাঙ ক্যামেরায় ধরা পড়ে। কিন্তু এবার এমন একটি জিনিস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে আপনার হুঁশ উড়ে যাবে। একটি পেঁয়াজ। সাইজে বিরাট বড়। আপনি নিশ্চয়ই ভাবছেন, এতে আবার ভাইরাল হওয়ার মতো কী হল। কিন্তু এমনটাই হয়েছে। এত বড় পেঁয়াজ আপনি হয়তো আগে কখনও দেখেননি। একটা পেঁয়াজকে দুই হাত দিয়ে তুলে ধরে রেখেছেন এক ব্যক্তি। তার আকার দেখলে আপনি চমকে যাবেন। একটা পেঁয়াজের ওজন না কি 9 কেজি! এমনটাও হয়? ছবিটা দেখুন একবার।
বাজারে অনেক জাতের পেঁয়াজ পাওয়া যায়। সাধারণত একটি পেঁয়াজের ওজন 100 থেকে 150 গ্রাম। কিন্তু ইংল্যান্ডের এই 9 কেজি ওজনের পেঁয়াজ ফলিয়ে সবাইকে চমকে দিয়েছেন এক ব্যক্তি। ব্যক্তিটি 15 সেপ্টেম্বর উত্তর ইয়র্কশায়ারের রিপনের কাছে মুবি হলের একটি বাগানে হ্যারোগেট অটাম ফ্লাওয়ার শোতে এই পেঁয়াজটি প্রদর্শন করেছিলেন, যার পরে এই বিশাল পেঁয়াজটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। বছরে দু’বার এই ফুল শো-টি আয়োজন করা হয়। প্রথম শো এপ্রিলে হয়। দ্বিতীয়টি সেপ্টেম্বর মাসে। এই শো চলবে 15 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। এই বিরাট পেঁয়াজ ছাড়াও, আরও অনেক বিশাল সবজিও দেখা গিয়েছে শোতে, যার মধ্যে রয়েছে বাঁধাকপি, শসা, কুমড়া, বিটরুট, গাজর ইত্যাদি।
এই পেঁয়াজটি গার্নসির বাসিন্দা গ্যারেথ গ্রিফিন ফলিয়েছেন, যার ওজন 8.97 কেজি। এই বিরাট পেঁয়াজ দেখে অনুষ্ঠানের আয়োজকরা বলেছিলেন- “এটি নতুন বিশ্ব রেকর্ড হতে পারে।” বিশ্বের বৃহত্তম পেঁয়াজ হিসাবে পেঁয়াজ হিসাবে এটিকে রাখা যেতেই পারে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। পেঁয়াজের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা 15 সেপ্টেম্বর ইনস্টাগ্রাম পেজে @harrogateflowershow-এ পোস্ট করা হয়েছিল। এটি এখনও পর্যন্ত 86টি লাইক পেয়েছে। এছাড়াও অনেকে অনেক কমেন্টও করেছে এই ছবিতে।