Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার ভিডিয়ো ভাইরাল হয়। এর মধ্য়ে প্রাণীদের কিছু ভিডিয়ো থাকে, যা নেটিজেনদের নজর কাড়ে। মোরগ লড়াই থেকে শুরু করে ষাঁড়ের লড়াই, অনেক কিছুই নিশ্চয়ই আগে দেখেছেন। অনেক সময় তো জঙ্গলের প্রাণীদের বিভিন্ন লড়াইয়ের দৃশ্য ভাইরাল হয়। কিন্তু কখনও কি একটি ঘোড়া আর একটি উটের লড়াই দেখেছেন? বর্তমানে এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে কোনও এক মরুভূমিতে একটি ঘোড়া আর একটি উটের লড়াই হচ্ছে। আপনার প্রথমে কোনও সিনেমার দৃশ্য বলে ভুল হতে পারে। কিন্তু তারপরেই যখন ভিডিয়োটির শেষ পর্যন্ত দেখবেন, তখন অবাক হবেন। কেউ হার মানতে রাজি নয়। কিন্তু এই লড়াইয়ে জিতল কে?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, নির্জন মরুভূমিতে ঘোড়া ও উটের মধ্যে মারামারি শুরু হয়েছে। দু’জনের মধ্যে চলছে তুমুল লড়াই। দু’জনেই একে অপরকে আক্রমণ করছে। মারামারি করতে করতে দুজনেই মাটিতে পড়ে যায়। দু’জনের মধ্যে এই লড়াই দেখে আপনি অবশ্যই এক মুহুর্তের জন্য হতবাক হয়ে যাবেন। উটটি ঘোড়াটিকে এক ধাক্কায় মাটিতে ফেলে দেয়। তারপরে ঘোড়াটিও তার ক্ষমতা দিয়ে উঠে দাঁড়ায়। কিন্তু উটের শক্তির কাছে টিকে থাকতে পারে না। আবার ঘোড়াটিকে মাটিতে ফেলে তার গলা চেপে শুইয়ে দেয়। কিন্তু তখনও ঘোড়াটি হাল ছাড়েনি।
ভিডিয়োটি’safari_wild7′ নামের একটি পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন। যেখানে হাজার হাজার মানুষ এটি লাইক করেছে। এমন লড়াই দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন,”ভয়ানক লাগছে দেখতে। এর আগে কখনও এমনভাবে ঘোড়া আর উটের লড়াই দেখিনি।”