Viral Video Today: আপনি কি কখনও গোলাপি ডলফিন দেখেছেন? অনেকেই জানেন না যে, গোলাপি ডলফিন হয়। একদমই ঠিক ভাবছেন ডলফিনও গোলাপি হয়। তবে তা খুবই বিরল। গোলাপি ডলফিনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার। যেখানে একটি বিরল গোলাপি ডলফিনকে জলে সাঁতার কাটতে দেখা গিয়েছে। ‘সিবিএস নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিরল ডলফিনের এই ভিডিয়োটি ধারণ করেছেন থারম্যান গুস্টিন নামে এক জেলে। তিনি সেখানে 20 বছরেরও বেশি সময় ধরে মাছ ধরছেন। 12 জুলাই, তিনি ক্যামেরন প্যারিশে মেক্সিকো উপসাগরের কাছে গোলাপি ডলফিন দেখেছিলেন, যার ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করেন। আর তারপরেই ঝড়ের বেগে ভাইরাল হয় এই ভিডিয়ো।
থারম্যান USA Today কে জানিয়েছেন, “তিনি প্রায়শই এই অঞ্চলে ডলফিন দেখেন, কিন্তু এই বিরল গোলাপি ডলফিনটি তাকে অবাক করে।” তিনি আরও বলেন- “এটি দক্ষিণ লুইসিয়ানার একটি সুপরিচিত ডলফিন। গোলাপি ডলফিন, 2007 সালে ক্যালকেসিউ নদীতে প্রথম দেখা গিয়েছিল।” তারপরে আবার দেখা যায়।
Rare pink dolphin spotted in the Gulf of Mexico off the coast of Louisiana. So beautiful. #MarineLife #wildlife
? by Thurman Gustin pic.twitter.com/ZQXw98AWRq
— Brad Bo ?? (@BradBeauregardJ) July 19, 2023
ভিডিয়োটি টুইটার হ্যান্ডেল @BradBeauregardJ পোস্ট করেছে এবং লিখেছেন – লুইসিয়ানা উপকূলে মেক্সিকো উপসাগরে বিরল গোলাপি ডলফিন দেখা গিয়েছে। এই বিরল মুহূর্তটি ক্যামেরায় বন্দী করেছেন থারম্যান গুস্টন। ক্লিপটি দুই সেকেন্ডের, যাতে দেখা যায় গোলাপি রঙের ডলফিনটি জলে দ্রুত গতিতে সাঁতার কাটছে। এখনও পর্যন্ত প্রায় 300টি ভিউ এবং 15টি লাইক হয়েছে। এই গোলাপি ডলফিন দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটিজেনের। অনেকে অনেক কমেন্টও করেছেন।