Viral Video: স্বামীকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে পাকড়াও করলেন স্ত্রী! তারপর… দেখুন ভিডিয়ো

নেটিজ়েনরা বলছেন, 'পতি পত্নী অউর উয়ো'- এর রিয়েল লাইফ ভার্সান হল এই ঘটনা।

Viral Video: স্বামীকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে পাকড়াও করলেন স্ত্রী! তারপর... দেখুন ভিডিয়ো
স্বামীকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে পাকড়াও করেছেন স্ত্রী।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2021 | 12:56 PM

এ যেন পুরো সিনেমা! স্বামীকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে পাকড়াও করলেন স্ত্রী। আর তারপরই শুরু হল বেধড়ক মার। স্বামীর পরকিয়ার জুড়িদারকে চুল টেনে, চড়, থাপ্পড়, কিল, ঘুষি কিছুই মারতে বাকি রাখেননি মহিলা। আর এই গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজ়েনরা বলছেন, ‘পতি পত্নী অউর উয়ো’- এর রিয়েল লাইফ ভার্সান হল এই ঘটনা। অনেকে ভিডিয়ো দেখে হাসি, মশকরা করলেও অনেকেই মহিলার আচরণের নিন্দা করেছেন। অনেকে আবার তাঁকে সমর্থন জানিয়ে বলেছেন, স্বামীর এ হেন আচরণের কথা কথা জানতে পেরে, পরকিয়ার সম্পর্ক রয়েছে জানার পর একদম হাতেনাতে তাঁকে পাকড়াও করে ঠিক কাজ করেছেন মহিলা।

জানা গিয়েছে, এই কাণ্ড ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি পার্কিং লটে স্বামীকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে পাকড়াও করেছেন স্ত্রী। এই ভিডিয়ো ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। দেখা গিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রী ছাড়া অন্য যে মহিলা ছিলেন, তিনি ওড়না দিয়ে মুখ ঢেকে রয়েছে। কিন্তু তাতে কী! ওই ব্যক্তির স্ত্রী’র নজরকে ফাঁকি দিতে পারেননি তিনি। হাতেনাতে পুরো ব্যাপারটা ধরে ফেলার পর মহিলাকে চিৎকার করে স্বামীর উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে ‘ইনি কে?’ বারবার ওই মহিলার তাঁর স্বামীকে একই প্রশ্ন করেছেন। সেই সঙ্গে আর এক মহিলার উপর তখন চলছে উত্তর-মধ্যম প্রহার। এদিকে নিজের স্ত্রী’র হাত থেকে মহিলাকে উদ্ধার করতে এগিয়েছে এসেছেন ওই ব্যক্তিই। কোনওমতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। ভিডিয়োতে ধরা পড়েছে সেই দৃশ্য।

দেখুন সেই ভিডিয়ো

সূত্রের খবর, ওই পার্কিং লট একটি হোটেলের। সেখানে পাশাপাশি দু’টি গাড়িতে বসেছিলেন এই ব্যক্তি এবং ওই মহিলা। অনুমান, হয়তো হোটেলের ভিতরে যাওয়ার পরিকল্পনা করছিলেন তাঁরা। কিন্তু গাড়ি থেকে নামলেই যে এমন বিপদ তাঁদের সামনে হাজির হবে, সেটা নির্ঘাত দুঃস্বপ্নেও কল্পনা করেননি ওই দু’জন। এদিকে গাড়ি থেকে নামতেই তাঁদের দু’জনকে একসঙ্গে দেখে ছুটে আসেন ওই ব্যক্তির স্ত্রী। তারপর যা যা হয়েছে, তা কোনও অংশেই সিনেমার থেকে কম নয়। মহিলার এমন রুদ্রমূর্তি দেখে চমকে যান ওই ব্যক্তি এবং তাঁর সঙ্গিনী। শুধু তাই নয় নেটিজ়েনদেরও অনেকেই চমকে গিয়েছে মহিলার রাগ দেখে।

তবে বেশিরভাগই এই ভিডিয়ো দেখে বিভিন্ন মজার কমেন্ট করেছেন। নেটিজ়েনদের অনেকে জানতে চেয়েছেন এরপর বাড়ি গিয়ে ঠিক কী হল সেটা জানতে পারলে ভাল হতো। কেউবা বলেছেন, এই মহিলার আক্রমণে আর এক মহিলা আহত হয়েছেন কি না সেটাও জানা দরকার। কারণ যেভাবে আক্রোশের সঙ্গে মারধর চলছিল, তার জেরে চোট পাওয়ারই কথা। স্বামীর এমন কীর্তিকলাপ হাতেনাতে ধরে ফেলার পর ওই মহিলা এবার স্বামীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করবেন কি না সেটা জানতেও আগ্রহী হয়েছেন অনেকে।

আরও পড়ুন- Viral Video: নিউটন পরিবারের নতুন সদস্য মন জয় করল ইনস্টাগ্রাম ইউজারদের!