Latest Viral Video: বাস্তব কতটা কঠিন হতে পারে, সারাদিনের ঝক্কিপূর্ণ অফিসের কাজ সেরে বাড়ি ফিরে টের পেলেন এক ব্যক্তি। দরজা খুলেই দেখলেন, তাঁর স্ত্রী বিছানায় শুয়ে রয়েছেন অন্য পুরুষের সঙ্গে। তারপর যে বিরাট ক্রোধ দেখালেন, ভাঙচুর করলেন, বন্ধুকে ধরে মারধর করলেন- না এসবের কিছুই করলেন না তিনি। কিন্তু ক্লান্ত শরীরের সঙ্গে ভারাক্রান্ত মন মিলে তিনি যে কতটা ভেঙে পড়েছিলেন, তা বুঝিয়ে দিলেন নিজেরই স্ত্রী (Wife) আর পরম কাছের বন্ধুকে (Best Friend)। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ার আনাচেকানাচে ছড়িয়ে পড়েছে।
ভিডিয়োতে দেখা গেল, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন এক পুরুষ ও মহিলা। ব্যক্তি যিনি ক্যামেরা করছিলেন, তিনিই ওই মহিলার স্বামী। কম্বলটা প্রথমেই তিনি সরিয়ে দিলেন। তাঁর স্ত্রী তো যেন আকাশ থেকে পড়লেন! তারপরই লক্ষ্য করলেন, পাশে শুয়ে আছেন তাঁরই বন্ধু। মহিলা জিজ্ঞেস করলেন, “কী হয়েছে?” তাঁর স্বামী উত্তর দিলেন, “কিসসু হয়নি।” মহিলার ফের একই প্রশ্ন জিজ্ঞেস করলেন। তাতে তাঁর স্বামীর উত্তর, “কিছু দিন আগে আমি যে খবরটা পেয়েছিলাম, সেটাই হয়েছে।”
মহিলার এরপরে যোগ করলেন, “কে তোমাকে কী বলেছে?” তাতে তাঁর স্বামীর উত্তর, “না, সেটা আমার কাউকে বলার প্রয়োজন নেই। আমার কোনও কথাই বলার দরকার নেই!” এরপরেই ওই মহিলা বলতে থাকেন, “কী করবে এবার?” ব্যক্তি বলেন, “কী আর করব! কিছুই করার নেই। এই দুনিয়াটা আমার দেখা হয়ে গেল। সবকিছু শেষ হয়ে গেল!”
এরপরেই ব্যক্তি তাঁর বন্ধুকে লাকি নাম ধরে ডাকতে লাগলেন। বললেন, “লাকি, তুই সবকিছু শেষ করে দিলি তো!” তাঁর বন্ধুর উত্তর, “কিছু হয়নি। সব ঠিকাছে।” তিনি উত্তরে বলেন, “সবই তো চোখের সামনে দেখতে পাচ্ছি। আজ আমার পৃথিবীটাই শেষ হয়ে গেল!”
ব্যাপক ভাইরাল হয়েছে টুইটারের এই ভিডিয়ো। 163.9K ভিউ হয়েছে ভিডিয়োটির। প্রচুর মানুষ কমেন্ট করেছেন। অনেকেই ব্যক্তিকে সমবেদনা জানিয়েছেন। কেউ লিখেছেন, “মানুষটার জন্য খুব খারাপ লাগল।” কেউ আবার বলেছেন, “এই পৃথিবীতে কাকেই বা আর বিশ্বাস করা যাবে।”