Latest Viral Video: সমুদ্রের ধারে স্বামীর সঙ্গে বসেছিলেন। স্বামী-স্ত্রী দুজনেরই হাঁটু ছুঁয়ে যাচ্ছিল সমুদ্রের ভয়ঙ্কর জলোচ্ছ্বাস। সে সময় তাঁদের ছবি তুলছিলেন পরিবারেরই কোনও এক সদস্য। আর তাঁদের ছোট্ট সন্তান মা-কে বারবার ডাকছিল, সতর্ক করছিল। মুহূর্তের মধ্যে বিধ্বংসী ঢেউ মহিলাকে ভাসিয়ে নিয়ে চলে যায়। ঘটনাটি জুন মাসের। সদ্য তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটপাড়ার লোকজনকে নাড়িয়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে মারণ ঢেউয়ের জেরে মায়ের ভেসে যাওয়া আর ছোট্ট শিশুর আর্তনাদে শিউরে উঠেছেন মানুষজন।
গত মাসে ঘটনাটি ঘটে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে। জলে ডুবে মৃত্যু হয়েছে 27 বছর বয়সী ওই মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 9 জুন বান্দ্রা ফোর্টের কাছে ব্যান্ডস্ট্যান্ডে সমুদ্রে জোয়ারের সময় জ্যোতি সোনার ভেসে গিয়েছিলেন। মিসেস সোনার তাঁর স্বামী মুকেশের সঙ্গে একটি পাথরের উপরে বসে ছবি তুলছিলেন। দূর থেকে তাঁদের তিন সন্তান তাঁদের দেখছিলেন। তারা চিৎকার করে তাদের মাকে সতর্ক করছিল। সেই সমুদ্রের ঢেউই মহিলার প্রাণ কেড়ে নেয়।
This is so horrible How can a person risk their life for some videos..
The lady has swept away and lost her life in front of his kid.#bandstand #Mumbai pic.twitter.com/xMat7BGo34— Pramod Jain (@log_kyasochenge) July 15, 2023
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। 9 জুন ঘটনাটি ঘটে, মহিলা সমুদ্রের জলে ভেসে যান। তারপর 20 ঘণ্টা লাগাতার উদ্ধার অভিযানের পর 10 জুন মুম্বই কোস্ট গার্ড থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়।
মহিলার স্বামী মুকেশ পুলিশকে জানান, এক ব্যক্তি তাঁর স্ত্রীকে টেনে ধরে রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। তাঁর স্ত্রী সমুদ্রের জলে ভেসে যান। তাঁর কথায়, “আমি ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম এবং আমরা দুজনেই পিছলে পড়ে গিয়েছিলাম। আমি যখন জ্যোতিকে ধরে রেখেছিলাম, তখন সকলে আমাকে ধরে রেখে বাঁচানোর চেষ্টা করছিল।”