Purba Bardhaman: Reels বানাতে চড়েছিল ট্রেনের মাথায়, হঠাৎ বিকট শব্দ, তারপর…

Koushik Ghosh | Edited By: Avra Chattopadhyay

Jan 27, 2025 | 7:44 PM

Purba Bardhaman: কিন্তু এরপরেই হঠাৎই একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের বগির ছাদে রিলস বানাতে উঠে পড়ে দিশান। আর তারপরেই বিকট শব্দ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই লুটিয়ে পড়ে দিশান। খবর দেওয়া হয় তার পরিবারকে।

Purba Bardhaman: Reels বানাতে চড়েছিল ট্রেনের মাথায়, হঠাৎ বিকট শব্দ, তারপর...
এই ট্রেনের মাথায় চড়েই গেল প্রাণ

Follow Us

পূর্ব বর্ধমান: রিলস তো সবাই বানাচ্ছে। কিন্তু, ভাইরাল? সে তো গুটিকয়েক লোকজন। সুতরাং, সেই ‘প্রভাবশালীদের’ মধ্যে নিজের নামটা যদি তুলতে হয় তবে একটু তো আলাদাভাবে রিলস বানাতেই হবে। এই থেকেই মনে চড়েছিল জেদ। কিন্তু তা যে মৃত্যুর দুয়ারে গিয়ে থামবে, তা আন্দাজ করতে পারেনি ১৪ বছরের দিশান।

রেলের বগির ছাদে উঠে রিলস বানাতে গিয়ে হাই ভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কেতুগ্রামের দিশান চৌধুরীর। ঘটনা পূর্ববর্ধমান জেলার কেতুগ্রামের কাঁদরা স্টেশন এলাকার। স্টেশনেরই তারে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু এক নাবালকের। এই বছর ছিল তার মাধ্যমিক পরীক্ষা। কিন্তু তার আগেই প্রাণটা খোয়াল দিশান।

এদিন কাঁদরা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগির ছাদে রিলস বানাতে উঠেছিল সে। ভাইরাল হওয়ার অদম্য জেদই কাল হল তার। রিলস বানাতে গিয়েই হাই ভোল্টেজ তারে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্য হয় সেই নাবালকের। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনা দিন দুই বন্ধুর সঙ্গে রিলস বানাতে স্টেশনে এসেছিল দিশান। অনেক ক্ষণ স্টেশন চত্বরেই তাদের রিলস বানাতে দেখেন যাত্রীরা। কিন্তু এরপরেই হঠাৎই একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের বগির ছাদে রিলস বানাতে উঠে পড়ে দিশান। আর তারপরেই বিকট শব্দ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই লুটিয়ে পড়ে দিশান। খবর দেওয়া হয় তার পরিবারকে।

এ প্রসঙ্গে দিশানের মামা জানান, ‘আমাকে একজন এসে বলে আমার ভাগ্নে আর নেই। রিলস বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে সে। ওর দু’জন বন্ধুই নাকি ওকে ট্রেনের বগির উপর উঠতে বলেছিল। আর তারপরেই সব শেষ।’ অন্যদিকে, দিশানের বন্ধুদের দাবি, রিলস বানাতে সে যখন বগির মাথায় চড়ছিল, তাকে নাকি অনেকবার মানা করে তারা।