Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: জেলমুক্তির পর গিয়েছিল অযোধ্যায়! তারপর বাংলায় ফিরতেই সঞ্জয়কে কুপিয়ে খুন দুষ্কৃতীর

Hooghly: পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার রাতে খুন করা হয় ওই যুবককে। অনুমান, প্রতিশোধ স্পৃহার কোপে পড়েই খুন হয়েছে সে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে চুঁচুড়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে দেহ।

Hooghly: জেলমুক্তির পর গিয়েছিল অযোধ্যায়! তারপর বাংলায় ফিরতেই সঞ্জয়কে কুপিয়ে খুন দুষ্কৃতীর
নিহত সঞ্জয়Image Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2025 | 12:52 PM

হুগলি: স্টেশনের অদূরেই রক্তারক্তি কাণ্ড। কুপিয়ে খুন করা হল এক যুবককে। ঘটনা হুগলি জেলার। সেখানে লোহারপাড়ায় উদ্ধার হয়েছে এক যুবকের মৃতদেহ। নিহতের নাম সঞ্জয় রাজবংশি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার রাতে খুন করা হয় ওই যুবককে। অনুমান, প্রতিশোধ স্পৃহার কোপে পড়েই খুন হয়েছে সে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে চুঁচুড়া থানার পুলিশ। ঘিরে দেওয়া হয়েছে এলাকার বেশ কিছু অংশ। বসানো হয়েছে পুলিশ পিকেটও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস কতক আগেই ২০১৯ সালের একটি খুনের মামলায় সাজা শেষ করে জেলমুক্তি পান সঞ্জয়। তারপর হাওয়া বদলের জন্য চলে যান উত্তরপ্রদেশের অযোধ্যায়। সেখানে দিদির বাড়িতেই ছিলেন সঞ্জয়। বাংলায় ফিরেছিলেন কয়েকদিন আগেই। বাড়ি ফিরে কীভাবে পেট চালাবেন, তা বুঝতে না পেরে অটো নিয়ে বেরতে শুরু করেন সঞ্জয়।

প্রতিদিনের মতোই গতকাল অর্থাৎ রবিবার অটো চালিয়ে বাড়ি ফিরে সন্ধ্যায় পাড়ায় বেরিয়েছিলেন সঞ্জয়। পরিবারকে জানিয়েছিলেন, এলাকায় হওয়া পুজোর ভোগ খেতে যাচ্ছেন। কিন্তু তারপর থেকেই আর হদিশ মেলে না তার। সন্ধ্যা পেরিয়ে রাত হয়, কিন্তু বাড়ি ফেরে না সঞ্জয়। চিন্তা বাড়ে পরিবারের। তখনই বাড়ির সামনেই শোনা যায় বিকট শব্দ। বাইরে বেরিয়ে সবাই দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে সঞ্জয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।