Alipurduar Crime: প্রথমে ধারালো অস্ত্রের কোপ, পরে পাথর মেরে থেঁতলানো হল মাথা, ধরা পড়তেই অভিযুক্ত বলল…
Alipurduar: আলিপুরদুয়ার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে তিনদিন আগে গোবিন্দ সূত্রধর নামে এক যুবককে নৃশংসভাবে খুন করা হয়।
আলিপুরদুয়ার: শুক্রবার ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় এক যুবককে। নদীবাঁধের সামনে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। কিন্তু তখনও জানতে পারা যায়নি কে বা কারা খুন করেছে যুবককে। তবে তল্লাশি জারি ছিল পুলিশের। ঘটনার তিনদিন পর অবশেষে গ্রেফতার করা হল অভিযুক্ত যুবককে।
আলিপুরদুয়ার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে তিনদিন আগে গোবিন্দ সূত্রধর নামে এক যুবককে নৃশংসভাবে খুন করা হয়। শুধু তাই নয় পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় তাঁর মাথা। ঘটনার বিষয়ে তদন্তে নামে পুলিশ। এরপর, আজ আলিপুরদুয়ার ১৫ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী থেকে রোহিত রায় নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করে।ধৃত যুবক খুনের ঘটনা স্বীকারও করে নিয়েছে। আজ তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে পুলিশ রিমান্ডে নিয়েছে।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী এ ব্যাপারে জানান,এই খুনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।কি কারনে খুন তা এখন ও স্পষ্ট নয়।পুলিশ তদন্ত করছে।তবে গোবিন্দর সঙ্গে রোহিতের চেনাজানা ছিল।টাকাকড়ি নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হতে পারে।সেই কারনে খুন কীনা তা খতিয়ে দেখছে পুলিশ।
কয়েকদিন আগে আলিপুরদুয়ারের ভাটিবাড়িতে ওসি পার্থ বর্মণকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে আলিপুরদুয়ার। তাঁর জামা,গেঞ্জি ছিঁড়ে দেওয়া হয়েছে। মারধরও করা হয়। পরে ভাটিবাড়ি আউট পোস্টের পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। ওসিকে মারধরের এই ভিডিয়ো রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। ভাটিবাড়ি আউটপোস্টের পারোকাটা গ্রামে এই ঘটনা ঘটে।