Alipurduar: নালা থেকে তোলার চেষ্টায় আরও ধসে যায় মাটি, উদ্ধার হাতির দেহ
Alipurduar: রাতে বক্সার জঙ্গল থেকে বেরিয়ে ওই চা বাগানে এসেছিল এক পাল হাতি। এবং ওই তিন মাস বয়সী হস্তিশাবকটি ওই দলেই ছিল। কিন্তু এত ছোট ওই শাবকটি কোনওভাবে চা বাগানের নালায় পড়ে যায়। এরপর হাতির পাল তাকে তোলার আপ্রাণ চেষ্টা করে।

আলিপুরদুয়ার: রবিবার সাত সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উত্তর রায়ডাক রেঞ্জের কার্তিকা চা বাগানের একটি নালায় একটি হস্তিশাবকের মৃতদেহ মাটি চাপা দেওয়া অবস্থায় দেখতে পান চা বাগানে শ্রমিকরা। এরপর খবর দেওয়া হয় নর্থ রায়ডাক রেঞ্জ অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন কর্মীরা। এরপর সেখান থেকে ওই পুরুষ হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বন দফতর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে বক্সার জঙ্গল থেকে বেরিয়ে ওই চা বাগানে এসেছিল এক পাল হাতি। এবং ওই তিন মাস বয়সী হস্তিশাবকটি ওই দলেই ছিল। কিন্তু এত ছোট ওই শাবকটি কোনওভাবে চা বাগানের নালায় পড়ে যায়। এরপর হাতির পাল তাকে তোলার আপ্রাণ চেষ্টা করে। নালায় পড়ে ওই শাবকটি গুরুতর আঘাত পায়।
আবার নালা থেকে তুলতে গিয়েও আরও বেশি আঘাত লাগে হাতিটির। পায়ের চাপে ধসে আরও মাটি পড়ে। মাটি চাপা পড়ে মৃত্যু হয় হাতিটির। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের ক্ষেত্র উপ অধিকর্তা দেবাশিস শর্মা জানিয়েছেন, ওই পুরুষ হস্তি শাবকটির স্বাভাবিক মৃত্যু হয়েছে, সেটির বয়স আনুমানিক তিন মাস। হস্তি শাবকটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বন দফতরের এক কর্মী বলেন, “আমরা খবর পেয়ে আসি। দেখি হাতিটি মাটির নীচে চাপা পড়ে গিয়েছে। আমরা আসার আগেই হাতিটির মৃত্যু হয়েছিল। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
