Jalpaiguri: জঙ্গল থেকে উদ্ধার হাতির পচাগলা দেহ
Jalpaiguri: বন দফতর সূত্রে জানানো হয়েছে, মৃত হাতিটি একটি অল্পবয়সী স্ত্রী হাতি। তবে তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।এদিকে, ঘটনার পর বন দফতর মৃত হাতিটির ময়নাতদন্তের ব্যবস্থা করেছে।

জলপাইগুড়ি: জঙ্গলের ভিতর পড়ে হাতির অর্ধ পচা গলা মৃতদেহ। জলপাইগুড়ির মরাঘাট রেঞ্জের গভীর জঙ্গলে এক মাঝ বয়সী স্ত্রী হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। শনিবার দুপুর নাগাদ গোসাইহাট বিটে জঙ্গলের ৭ নম্বর কম্পার্টমেন্টে নিয়মিত টহলের সময় বনকর্মীদের চোখে পড়ে হাতির নিথর দেহ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও বিকাশ ভি।
বন দফতর সূত্রে জানানো হয়েছে, মৃত হাতিটি একটি অল্পবয়সী স্ত্রী হাতি। তবে তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।এদিকে, ঘটনার পর বন দফতর মৃত হাতিটির ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এই ঘটনার পর বন দফতর আরও সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে। পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চলে গবাদি পশু ঢোকা রুখতে আরও কড়াকড়ি করার দাবি তুলেছেন পরিবেশবিদরা।
রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য বলেন, “আমরা শনিবার দুপুরে খবর পাই। একটা হাতির দেহ পড়ে রয়েছে বলে খবর পাই। হাতির গায়ে প্রাথমিকভাবে কোনও আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। মনে করা হচ্ছে, প্রাকৃতিক কারণেই মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। হাতিটি দলেই ছিল বলে মনে করা হচ্ছে। এখানে জঙ্গলে ১৫-২০টা হাতির দল এই বিটে রয়েছে। সেই দলেরই বলে মনে করা হচ্ছে।”

