AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alipurduar: রং খেলার রাতে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত আরপিএফ কর্মী

Alipurduar: শনিবার রেলওয়ে ইন্সস্টিটিউট কলোনির ফাঁকা কোয়ার্টারে মদের আসর বসিয়েছিল এলাকার কিছু যুবক। এরপর সেই মদ্যপ যুবকদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ওই আরপিএফ কর্মী।

Alipurduar: রং খেলার রাতে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত আরপিএফ কর্মী
আক্রান্ত আরপিএফ কর্মীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 17, 2025 | 12:07 PM
Share

আলিপুরদুয়ার: রং খেলার রাতে মদ্যপ যুবকদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই স্বস্ত্রীক আক্রান্ত আলিপুরদুয়ারের এক আরপিএফ কর্মী।  জানা গিয়েছে, ওই আরপিএফ আলিপুরদুয়ার জংশনে কর্তব্যরত কনস্টেবল। তিনি রেলওয়ে ইন্সস্টিটিউট কলোনির রেলওয়ে কোয়ার্টারে থাকেন।

অভিযোগ, শনিবার রেলওয়ে ইন্সস্টিটিউট কলোনির ফাঁকা কোয়ার্টারে মদের আসর বসিয়েছিল এলাকার কিছু যুবক। এরপর সেই মদ্যপ যুবকদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ওই আরপিএফ কর্মী।

লোহার রড, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।এমনকি মদ্যপ যুবকরা স্ত্রীকেও শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ ।এরপর স্থানীয় বাসিন্দারা আক্রান্তকে তড়িঘড়ি আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হাসপাতালে ভর্তি করান। রবিবার রাতে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ করার পরেও দুষ্কৃতীরা অধরা।

পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি এই বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে।প্রকৃত দোষীরা অবশ্যই গ্রেফতার হবে। আক্রান্ত আরপিএফ কনস্টেবল এখন হাসপাতালে ভর্তি।