CM Mamata Banerjee: আদিবাসীদের নাম করে জাল সার্টিফিকেট? ব্যবস্থা নেওয়ার হুংকার মমতার

CM Mamata Banerjee: আজ মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রকল্পে আদিবাসী মানুষদের নিজেদের আদিবাসী শংসাপত্র তৈরি কথা বলেছেন। তিনি বলেন, "পরিবারের একজনেরও যদি সার্টিফিকেট থাকে তা নিয়ে আসুন দুয়ারে সরকার শিবিরে। বাকিদের নাম নথিভুক্ত করান। জানুয়ারির মধ্যে যেন তাঁদের সার্টিফিকেট দেওয়া হবে।"

CM Mamata Banerjee: আদিবাসীদের নাম করে জাল সার্টিফিকেট? ব্যবস্থা নেওয়ার হুংকার মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 4:23 PM

আলিপুরদুয়ার: নকল আদিবাসী শংসাপত্র তৈরি করে যাঁরা সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন তাঁদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য সরকার এই সকল জাল নথি খতিয়ে দেখার কাজ শুরু করেছে। উপযুক্ত প্রমাণ দেখাতে না পারলে সেই সকল জাল নথি বাতিলও হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রবিবার আলিপুরদুয়ারের সরকারি প্রকল্পের কাজে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। একদিকে যেমন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। তেমনই আদিবাসী সম্প্রদায়ের মানুষের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন তিনি। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যাঁদের আদিবাসী শংসাপত্র নেই তাঁরা নতুন শংসাপত্র কীভাবে তৈরি করবেন। তিনি বলেন, “অনেক আদিবাসী মানুষের কাছে তাঁদের নথি নেই। যদি পরিবারের একজনের কাছেও তাঁদের সার্টিফিকেট থাকে সরকার পরিবারের বাকিদের শংসাপত্র তৈরি করা যাবে।”

আজ মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রকল্পে আদিবাসী মানুষদের নিজেদের আদিবাসী শংসাপত্র তৈরি কথা বলেছেন। তিনি বলেন, “পরিবারের একজনেরও যদি সার্টিফিকেট থাকে তা নিয়ে আসুন দুয়ারে সরকার শিবিরে। বাকিদের নাম নথিভুক্ত করান। জানুয়ারির মধ্যে যেন তাঁদের সার্টিফিকেট দেওয়া হবে।” এরপরই হুঁশিয়ারি শোনা যায় মমতার গলায়। বলেন, “আদিবাসীর নামে অনেক জাল সার্টিফিকেট হয়েছে। আমরা রিভিউ করে দেখছি। অনেক বাতিল হয়েছে।”