‘এটা একটা ল্যাঙ্গোয়েজ হল’, মোবাইলে ছবি তুলে নিয়ে গিয়ে সভা থেকে ‘বকুনি’ মমতার
Mamata Banerjee: বন দফতরকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, "কিছু ঘটে গেল দায়টা আমাদের উপর আসবে। আমরাও তখন ছেড়ে কথা বলব না।"
আলিপুরদুয়ার: গেস্ট হাউসের দেওয়ালে লেখা বিশেষ সতর্কবার্তা। সেটার ছবি তুলে নিয়ে গিয়ে প্রশাসনিক সভা থেকে সরাসরি বন দফতরের আধিকারিকদের ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারে ছিল প্রশাসনিক বৈঠক। সেখান থেকে বেশ কয়েকটি দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে সবচেয়ে বেশি রোষের মুখে পড়ে বনদফতর। আধিকারিকদের ভূমিকায় তিনি যে ক্ষুব্ধ, তা এদিনের সভা থেকে স্পষ্ট করে দিয়েছেন মমতা।
উত্তরবঙ্গ সফরে গিয়ে একটি গেস্ট হাউসের দেওয়ালে চোখ যেতেই মমতা দেখতে পান, সেখানে লেখা আছে, ‘পাচারকারীদের গুলি করে মারা হবে।’ নিজের মোবাইলে সেই সতর্কবার্তার ছবি তোলেন তিনি। এদিন সভায় বসে সেই ছবি দেখিয়ে মমতা বলেন, “এটা একটা ল্যাঙ্গোয়েজ হল! ভুল করে জঙ্গলে গেলে কেন গুলি করা হবে!”
মমতা এদিন বন দফতরকে বলেন, “অনেক সময় সাধারণ লোকের ওপর অনেক অত্যাচার হয়। ভুল করে কেউ জঙ্গলে ঢুকে পড়লে অত্যাচার করা হয়। বিষয়টা আমি জানি। জঙ্গলে ঢোকা উচিত নয়। তবে কেউ যাতায়াত করলে আপনারা খুব স্ট্রং অ্যাকশন করেন কখনও কখনও। সেটা মানুষের পছন্দ নয়।” তিনি আরও বলেন, “কিছু ঘটে গেল দায়টা আমাদের উপর আসবে। আমরাও তখন ছেড়ে কথা বলব না।”
এছাড়াও মমতা উল্লেখ করেন, পর্যটকদের থেকে বিভিন্ন ট্যাক্স নেওয়ার অভিযোগ উঠেছে বনদফতরের বিরুদ্ধে। বক্সা টাইগার রিজার্ভ নিয়ে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেছেন। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই সভা থেকে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যসচিবকে অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডেকে বন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অ্যাজেন্ডা রাখার পরামর্শ দিয়েছেন মমতা।