ATM Loot: কেউ যায় না সেখানে! গ্রাহক-হীন ATM-এই ‘সোনার ডিম’ হাতে পেল দুষ্কৃতীরা
ATM Loot: সম্ভবত শুক্রবার চুরি হয় সেখানকার একটি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্য়াঙ্কের এটিএম মেশিনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটিএম মেশিন ভেঙে সব টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পশ্চিম মেদিনীপুর: এ যেন প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। মাসের পর মাস ধরে বন্ধ থাকা ATM থেকে টাকা হাতিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নং ব্লকের সোনাখালী এলাকার।
সম্ভবত শুক্রবার চুরি হয় সেখানকার একটি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্য়াঙ্কের এটিএম মেশিনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটিএম মেশিন ভেঙে সব টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মাসের পর মাস সেই এটিএমটি বন্ধ থাকার কারণে টের পায় না কেউই। জানাজানি হয় শনিবার।
এদিন ওই সমবায় ব্যাঙ্কের DGM অভীক প্রামাণিক জানিয়েছেন, ‘আমরা প্রতিদিনই এটিএমগুলি রুটিন পর্যবেক্ষণের দরুণ দেখে আসি। শনিবার সেই রুটিন কাজেই কয়েক জন গিয়েছিল। তখনই দেখা যায়, এটিএম ভেঙে কেউ বা কারা সব টাকা লুট করে নিয়ে গিয়েছিল। তারপরই দাসপুর থানায় গিয়ে আমরা মামলা দায়ের করি।’
তিনি আরও জানান, ‘ব্যাঙ্কের তরফে ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ঘটনার সময় সেই রক্ষী অনুপস্থিত ছিল। আপাতত সবটাই পুলিশকে জানানো হয়েছে। যা হিসাব, সেই অনুযায়ী বলা যেতে পারে, মোট ১ লক্ষ ৭১ হাজার টাকা চুরি গিয়েছে।’





