Bankura: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি, অসুস্থ শিশু-প্রসূতি
Bankura: বাঁকুড়ার ইন্দপুর ব্লকের পুয়াড়া গ্রামের আইসিডিএস কেন্দ্রের অবস্থা দীর্ঘদিন ধরেই বেশ বেহাল। বেহাল ওই কেন্দ্রে অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার এলাকার শিশু ও প্রসূতিদের রান্না করা খিঁচুড়ি দেওয়া হয়। রান্না করা খিঁচুড়ি নিয়ে বাড়ি চলে যান শিশু ও প্রসূতিরা।
বাঁকুড়া: টিকটিকি মিলল আইসিডিএস কেন্দ্র থেকে দেওয়া রান্না করা খিঁচুড়িতে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের পুয়াড়া আইসিডিএস কেন্দ্রে। ওই খিঁচুড়ি খেয়ে দু’জন অসুস্থ বোধ করায় শিশু ও প্রসূতি মিলিয়ে মোট ৫৪ জনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আপাতত তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আইসিডিএস কেন্দ্রে খাবারে টিকটিকি পড়ার অভিযোগ অস্বীকার করেছে আইসিডিএস কর্মীরা।
বাঁকুড়ার ইন্দপুর ব্লকের পুয়াড়া গ্রামের আইসিডিএস কেন্দ্রের অবস্থা দীর্ঘদিন ধরেই বেশ বেহাল। বেহাল ওই কেন্দ্রে অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার এলাকার শিশু ও প্রসূতিদের রান্না করা খিঁচুড়ি দেওয়া হয়। রান্না করা খিঁচুড়ি নিয়ে বাড়ি চলে যান শিশু ও প্রসূতিরা। বাড়িতে ওই খিঁচুড়ি খাওয়ার সময় তার মধ্যে একটি টিকটিকি পড়ে থাকতে দেখেন এক অভিভাবক। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়।
খিঁচুড়ি খেয়ে দুজন সাময়িক অসুস্থ বোধ করায় আর ঝুঁকি নিতে পারেননি অন্যান্য অভিভাবকরা। স্থানীয় বাসিন্দারা ওই খিঁচুড়ি খাওয়া শিশু ও প্রসূতি মিলিয়ে মোট ৫৪ জনকে দ্রুত নিয়ে যায় ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কোনও শিশু বা প্রসূতিরই অসুস্থতা তেমন গুরুতর না হলেও সকলকেই ৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আইসিডিএস কর্মীদের দাবি, আইসিডিএস কেন্দ্রে খিঁচুড়ি দেওয়ার সময় তাতে টিকটিকি ছিল না। খিঁচুড়ি বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই খাবারে টিকটিকি পড়ে থাকতে পারে বলে দাবি আইসিডিএস কর্মীদের।