AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPM-TMCP: কলেজের মধ্যে কেক কেটে, স্লোগান দিয়ে ‘CPM শূন্যের’ ২ বছর পূর্তি TMCP-র

TMCP: সামনেই রাজ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে লক্ষ রেখে রাজনৈতিক দলগুলির প্রচার পাল্টা প্রচারে সরগরম রাজনৈতিক মহল। পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ রেখে তাপ উত্তাপ ছড়াচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলির মধ্যেও।

CPM-TMCP: কলেজের মধ্যে কেক কেটে, স্লোগান দিয়ে 'CPM শূন্যের' ২ বছর পূর্তি TMCP-র
কেক কেটে সেলিব্রেশন (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: May 02, 2023 | 3:02 PM
Share

বাঁকুড়া: ২০২১ এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যে খাতা খুলতে পারেনি সিপিএম (CPIM)। ফলাফল অন্তত তেমটাই বলছে। ২০২১ এর ২ মে-র সেই ঘটনাকে স্মরণ করে বাঁকুড়া খ্রিষ্টান কলেজে কেক কেটে স্লোগান দিয়ে দিনটিকে উদযাপন করল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে এসএফআই-এর (SFI) দাবি, তৃণমূলের গোটা শিক্ষা দফতরটাই জেলে। বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির (ABVP) দাবি, এই উদযাপন আসলে আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সিপিএম-তৃণমূল জোটের ইঙ্গিত।

সামনেই রাজ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে লক্ষ রেখে রাজনৈতিক দলগুলির প্রচার পাল্টা প্রচারে সরগরম রাজনৈতিক মহল। পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ রেখে তাপ উত্তাপ ছড়াচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলির মধ্যেও। ২০২১ এর ২ মে রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। ওই নির্বাচনে খাতাই খুলতে পারেনি সিপিএম। সেই ঘটনাকে মনে করতে বাঁকুড়ার খ্রিষ্টান কলেজের ছাত্র সংসদের অফিসে আজ কেক কেটে রীতিমত স্লোগান দিয়ে দু’বছর আগের নির্বাচনে সিপিএম-এর শূন্যপ্রাপ্তিকে উদযাপন করল তৃণমূল ছাত্র পরিষদ।

তৃণমূল ছাত্র পরিষদের দাবি তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে ২০২১ এ সরকার গড়ার স্বপ্ন দেখেছিল সিপিএম। কিন্তু মানুষ সিপিএমকে শূন্য করে তার জবাব দিয়েছিল। যার জেরে আজ রাজ্য বিধানসভায় সিপিএম শূন্য। তাই সিপিএম এর শূন্যতারই এদিন উদযাপন করা হয়েছে।

অপর দিকে, এসএফআই-এর দাবি, যে দলের সরকারের গোটা শিক্ষা দফতরই জেলের ঘানি টানছে তাদের এই উদযাপনে কিছু যায় আসে না। অচিরেই বাংলার মানুষ তৃণমূলকেই শূন্য করে ছাড়বে। এবিভিপি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছে, সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে সিপিএম-তৃণমূল মিলে জোট করে বিজেপিকে হারানোর চেষ্টা করছে।