Bankura: স্ত্রীকে নর্দমায় ঢুকিয়ে ‘খুন’, থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর
Bankura: মৃতার পরিবার সূত্রে খবর, সাধন গরাই চাষাবাদ করেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, সাধনের সঙ্গে তাঁর স্ত্রী সাবিত্রীর প্রায়শই ঝামেলা হত। মাঝেমধ্যে তাঁদের বাড়ি থেকে ভীষণ চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যেত।

বাঁকুড়া: নিজের স্ত্রীকে বাড়ির পিছনে নালায় ঢুকিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম সাবিত্রী গরাই (৫৫)। সিমলাপাল থানা এলাকার মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের বাঁশি গ্রামের ঘটনা। স্ত্রীকে খুনের পর অভিযুক্ত নিজেই সিমলাপাল থানায় আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।
মৃতার পরিবার সূত্রে খবর, সাধন গরাই চাষাবাদ করেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, সাধনের সঙ্গে তাঁর স্ত্রী সাবিত্রীর প্রায়শই ঝামেলা হত। মাঝেমধ্যে তাঁদের বাড়ি থেকে ভীষণ চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যেত। কিন্তু গত কয়েক মাসে তাঁদের বাড়ি থেকে সেভাবে চিৎকার চেঁচামেচিও শোনা যাচ্ছিল না। প্রতিবেশীরা তাই বলছেন, গত কয়েক মাসে স্বামী স্ত্রীর মধ্যে সে অর্থে অশান্তি হয়নি।
এরই মধ্যে বুধবার রাতে সাধন গরাই স্ত্রী সাবিত্রীকে বাড়ির পিছনে নালায় ঢুকিয়ে খুন করে সিমলাপাল থানায় আত্মসমর্পণ করেন। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামী সাধন গরাইকে গ্রেফতার করেছে। পুলিশ সাবিত্রী গরাইয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মর্গে পঠিয়েছে। অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতার আত্মীয়রা।





