Bankura: ‘খুনই করেছি…’, আদিবাসী কিশোরীর রহস্যমৃত্যুতে পুলিশি জেরায় স্বীকার যুবকের

Bankura: বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি এলাকার এক আদিবাসী কিশোরী শনিবার দুপুরে গ্রাম সংলগ্ন এলাকায় গরু চরাতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় ওই কিশোরীর সন্ধানে খোঁজ শুরু করে পরিবারের লোকজন।

Bankura: 'খুনই করেছি...', আদিবাসী কিশোরীর রহস্যমৃত্যুতে পুলিশি জেরায় স্বীকার যুবকের
কিশোরীর অস্বাভাবিক মৃত্যুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2025 | 3:30 PM

বাঁকুড়া: খুনই করা হয়েছে আদিবাসী কিশোরীকে। নিশ্চিত হল পুলিশ। বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি এলাকায় আদিবাসী কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ওই কিশোরীকে যে খুনই করা হয়েছিল সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত হয়েছে পুলিশ। ঘটনায় সন্দেহজনকভাবে আটক করা যুবক পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে খুনের কথা কার্যত স্বীকারও করে নিয়েছে। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে।

বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি এলাকার এক আদিবাসী কিশোরী শনিবার দুপুরে গ্রাম সংলগ্ন এলাকায় গরু চরাতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় ওই কিশোরীর সন্ধানে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। শনিবার সন্ধ্যার মুখে গ্রাম থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি মাঠের মধ্যে ওই কিশোরীর দেহ খুঁজে পায় পরিবারের লোকজন। তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে পুলিশ। রবিবার মৃতদেহের ময়না তদন্তের পর প্রাথমিক ভাবে পুলিশ একপ্রকার নিশ্চিত হয় ওই কিশোরীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এরপরই সন্দেহজনক ভাবে নাশিস কিস্কু নামের এলাকারই এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

সূত্রের খবর, পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে নাশিস নামে ওই যুবক কিশোরীকে খুনের কথা স্বীকার করে নিয়েছে। তবে কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জের নাকি পারিবারিক বিবাদের জেরে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ।