AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ‘SIR-এ দেরি হলে ৫ তারিখের পর বাংলায় রাষ্ট্রপতি শাসন’, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

Bankura: বিজেপি বিধায়কের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিট বলেন, "SIR নিয়ে সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা করছে। মৃত ভোটারের নাম তালিকায় থাকলে তা বাদ যাবে।" একইসঙ্গে কোন নির্বাচিত সরকারের উপর যখন তখন ৩৫৬ ধারা প্রয়োগ করা যায়না এটা বিধায়ক জানেননা বলেও তিনি দাবি করেন।

Bankura: 'SIR-এ দেরি হলে ৫ তারিখের পর বাংলায় রাষ্ট্রপতি শাসন', হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
বিজেপি বিধায়কের বিতর্কিতImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 11, 2025 | 7:12 PM
Share

বাঁকুড়া:  SIR-এর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাধা দিচ্ছেন তাতে কোনওভাবে তা পিছিয়ে গেলে, আগামী মাসের ৫ তারিখ থেকে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। এমনই মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার।  নাগরাকাটায় উত্তরবঙ্গে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন দলের সাংসদ খগেন মুর্মু  ও বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁদের উপর ‘নৃশংস হামলা’র প্রতিবাদে শনিবার ওন্দা বাসস্ট্যান্ডে বিজেপির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। পাশাপাশি স্থানীয় পুলিশ আধিকারিককেও হুঁশিয়ারী দিতে শোনা যায় তাঁকে ।

বিধায়ক অমরনাথ শাখা এদিন বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের আধিকারিকদের ধমকাচ্ছেন-চমকাচ্ছেন। সে বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নির্বাচন কমিশনে গিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি।” এমনকি তাঁর দাবি, মৃত ভোটারদের নামও তৃণমূলের সৌজন্যেই এখনও ভোটার  তালিকায় রয়ে গিয়েছে।

বিজেপি বিধায়কের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিট বলেন, “SIR নিয়ে সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা করছে। মৃত ভোটারের নাম তালিকায় থাকলে তা বাদ যাবে।” একইসঙ্গে কোন নির্বাচিত সরকারের উপর যখন তখন ৩৫৬ ধারা প্রয়োগ করা যায়না এটা বিধায়ক জানেননা বলেও তিনি দাবি করেন।

প্রসঙ্গত, কালীপুজোর পর বাংলায় SIR শুরু হতে পারে। বাংলায় এখন এসআইআর-এর প্রস্তুতি তুঙ্গে। সেই পরিস্থিতিতে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, কীভাবে উৎসবের মরশুমে বাংলায় SIR হবে। কমিশনকে বিঁধেও একাধিক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।  তাতেই দানা বাঁধে বিতর্ক। এখন আপাতত রাজ্য-কমিশন পত্রযুদ্ধই চলছে।