Bankura: বিজেপির নব নির্বাচিত মন্ডল সভাপতিকে নিয়ে ক্ষোভ, বিক্ষোভ বিষ্ণুপুরে
Bankura: ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে দলের খোলনলচে বদলে নিজেদের সংগঠন চাঙ্গা করার কাজ শুরু করেছে বিজেপি। তারই অঙ্গ হিসাবে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় মণ্ডল সভাপতি পদে ব্যাপক রদবদল করা হয়।

বাঁকুড়া: বিজেপির নব নির্বাচিত মন্ডল সভাপতির নাম ঘোষণা হতেই সেই মন্ডল সভাপতিকে মানছি না দাবি তুলে পোস্টার পড়েছিল আগেই। এবার ‘নব নির্বাচিত আরও এক মন্ডল সভাপতিকে মানছি না’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রীতিমতো প্রকাশ্যে নেমে বিদ্রোহ ঘোষণা করল বিজেপি কর্মীদেরই একাংশ। বিজেপির বাঁকুড়ার বিষ্ণুপুর চার নম্বর মণ্ডলের পর এবার বিষ্ণুপুর এক নম্বর মণ্ডলের এমন গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। তৃণমূলের দাবি, বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়, সারাবছরই এই দ্বন্দ্ব লেগে থাকে।
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে দলের খোলনলচে বদলে নিজেদের সংগঠন চাঙ্গা করার কাজ শুরু করেছে বিজেপি। তারই অঙ্গ হিসাবে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় মণ্ডল সভাপতি পদে ব্যাপক রদবদল করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি নব নির্বাচিত মণ্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়। তারপরেই বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একের পর এক মণ্ডলের নব নির্বাচিত সভাপতি নিয়ে ক্ষোভের পারদ চড়ছে। বিষ্ণুপুর ৪ নম্বর মণ্ডলের পর এবার বিষ্ণুপুর ১ নম্বর মন্ডলের নব নির্বাচিত সভাপতি অরিজিৎ মণ্ডলের বিরুদ্ধে প্রকাশ্যে এল দলীয় কর্মীদের ক্ষোভ।
বিষ্ণুপুর ১ নম্বর মন্ডলের ধরমপুর বুথে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের একাংশকে নিয়ে রীতিমতো বৈঠক হয়। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, বিষ্ণুপুর ১ নম্বর মণ্ডলের নির্বাচিত বুথ সভাপতি দলের কর্মীদের সম্মান দেয় না। তৃণমূলের সঙ্গে সেটিং করে দল চালানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
জেলা নেতৃত্বের দাবী বিজেপি বৃহত্তর পরিবার। পরিবারে থাকলে ছোটখাটো অশান্তি লেগে থাকে। স্বচ্ছ নির্বাচনের মাধ্যমেই মন্ডল সভাপতি নির্বাচন করা হয়েছে। ক্ষোভ বিক্ষোভের কোনো কারন নেই। তৃনমূলের দাবী সারাবছরই বিজেপির অন্দরে দ্বন্দ লেগে থাকে। ২০২৬ এর নির্বাচনের আগে এভাবেই নিজেদের মধ্যে মারামারি করে তারা অস্তিত্ব হারাবে।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, “দলে এই ধরনের সমস্যা হতেই পারে। তবে আলোচনার মাধ্য়মে সব সমস্যা মিটিয়ে নেওয়া যাবে।”





