Bankura Road: খারাপ রাস্তা, বারবার আবেদনেও মেলেনি সাড়া, ভোট বয়কটের হুঁশিয়ারি
Bankura Road: সম্প্রতি ওই কাঁচা রাস্তাটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। খানাখন্দে ভরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েন স্থানীয় মানুষ।
বাঁকুড়া: রাস্তা খারাপ, বারবার আবেদন জানালেও সংস্কারের কাজ হয়নি। প্রতিবাদে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। বাঁকুড়ার ইন্দপুর ব্লকের রামচন্দ্রপুরের গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। যাতায়াত করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হয় গ্রামবাসীদের। প্রশাসনকে বারবার জানিয়েও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত বিক্ষোভ দেখিয়ে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর থেকে ডাঙ্গারামপুর গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। প্রায় তিন থেকে চার কিলোমিটার ওই রাস্তা পাকা করার দাবি দীর্ঘদিনের। ওই রাস্তার উপর নির্ভরশীল আশপাশের আট থেকে দশটা গ্রামের মানুষ।
সম্প্রতি ওই কাঁচা রাস্তাটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। খানাখন্দে ভরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েন স্থানীয় মানুষ। মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনাও। বর্ষা এলে সেই রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। গ্রামে যেতে চায় না অ্যাম্বুলেন্সও। রাস্তাটি সংস্কারের দাবি নিয়ে গ্রামবাসীরা বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছু হয়নি। প্রতিবাদে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে গ্রামে পোস্টার সাঁটিয়ে দেন গ্রামবাসীরা। রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা।
কিছুদিন আগেই বাঁকুড়ার তালডাংড়ার গুন্নাথ গ্রামেও রাস্তার সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দিদির দূত হিসেবে যান স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। জেলার বিভিন্ন জায়গায় খারাপ রাস্তার জন্য় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। ব্রজপুরের ক্ষেত্রে প্রশাসনিক স্তরে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।