AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: মৃত ব্যক্তির স্থান খোদ রাজ্য সরকারের বাউড়ি কালচারাল বোর্ডে! তরজা

Bankura: বোর্ডের চেয়ারম্যান পদ থেকে দেবদাস দাসকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় দীপক কুমার দুলেকে। বোর্ডে কিছুটা অদল বদল করে ১৮ জন সদস্যের নব নিযুক্ত বোর্ডের পদাধিকারির তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। আর এই তালিকা প্রকাশ হতেই বিষয়টি সামনে আসে।

Bankura: মৃত ব্যক্তির স্থান খোদ রাজ্য সরকারের বাউড়ি কালচারাল বোর্ডে! তরজা
তালিকা ঘিরে তরজাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 29, 2025 | 8:33 PM
Share

 বাঁকুড়া: ভূতুড়ে ভোটার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আর তার মাঝেই এবার মৃত এক ব্যক্তি বহাল তবিয়তে জায়গা করে নিলেন রাজ্য সরকারের বাউড়ি কালচারাল বোর্ডে। ওই বোর্ডে জায়গা পেয়েছেন ৩ জন সিজ সদস্যও। যথাযথ ব্যখ্যা দিতে না পেরে এই ঘটনা নিয়ে তুমুল অস্বস্তিতে পড়েছেন বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য পদাধিকারীরা। ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।

রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বসবাসকারী পিছিয়ে পড়া বাউড়ি জাতির উন্নয়নের লক্ষ্যে ২০২১ সালে বাউড়ি কালচারাল বোর্ড স্থাপনের কথা ঘোষণা করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার মনোনীত বাউড়ি সমাজের ব্যক্তিদের নিয়ে ওই বছরই গঠিত হয় বোর্ড। একাধিক সরকারি আধিকারিককেও বোর্ডের পদে রাখা হয়। বোর্ডের জন্য বরাদ্দ হয় কোটি কোটি টাকা। চলতি বছর ৪ আগষ্ট বোর্ডটিকে ঢেলে সাজায় রাজ্য সরকার।

বোর্ডের চেয়ারম্যান পদ থেকে দেবদাস দাসকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় দীপক কুমার দুলেকে। বোর্ডে কিছুটা অদল বদল করে ১৮ জন সদস্যের নব নিযুক্ত বোর্ডের পদাধিকারির তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। আর এই তালিকা প্রকাশ হতেই বিষয়টি সামনে আসে। জানা যায় নবনিযুক্ত বোর্ডে সাধারণ সদস্য হিসাবে নাম রয়েছে পশ্চিম বর্ধমান জেলার কালিপাহাড়ি এলাকার বাসিন্দা কেশব বাউড়ির। কেশব বাউড়ি গতবছর ২০ ডিসেম্বরে মৃত্যু যান। কিন্তু তারপরেও কীভাবে তাঁকে ২০২৫ এর ৪ অগষ্ট পুনর্গঠিত বাউড়ি কালচারাল বোর্ডে সদস্য হিসাবে রাখা হল? তবে শুধু মৃত কেশব বাউড়িকেই বোর্ডে রাখা নয়, গোলমাল রয়েছে আরও।

জানা গিয়েছে, বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডের পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তাঁকে সিজ মেম্বার হিসাবে ঘোষণা করা হয়। সেভাবেই সিজ মেম্বার হন পূর্ববর্তী বোর্ডের ধ্রুব দাস, ভাগ্যধর বাউড়ি ও প্রদীপ রানা। সম্প্রতি বোর্ড পুনর্গঠন হলে ওই ৩ সিজ মেম্বারকেও বহাল তবিয়তে জায়গা করে দেওয়া হয়েছে বোর্ডে। কেন এমনটা হল? বাউড়ি কালচারাল বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান থেকে শুরু করে পূর্বতন চেয়ারম্যান এই বেনিয়মের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। তাঁদের দাবি, বিষয়গুলি ইতিমধ্যেই সংশ্লিষ্ট স্থানে জানানো হয়েছে। তবে এই ঘটনা নিয়ে শাসক দলকে বিঁধতে ছাড়ছে না বিজেপি।

বিজেপির দাবি, মৃত ভোটারের পর এভাবেই বাউড়ি কালচারাল বোর্ডের মতো একটি গুরুত্বপূর্ণ বোর্ডে মৃত ও সিজ মেম্বরদের জায়গা করে দিয়ে রাজ্যের সরকার বাউড়ি জাতিকে ধোঁকা দিয়েছে।