Bankura: থেঁতলে গিয়েছে মুখ, বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ২ জনের
Bankura: এদিন সকালে প্রতিবেশী কয়েক জনের সঙ্গে ওন্দার পুনিশোল-আসনবনি গ্রামের দুই যুবক কাঠ কাটার কাজে একটি মোটর বাইকে চেপে রতনপুর-হাড়মাসড়া রাস্তা ধরে বিবড়দার দিকে যাচ্ছিলেন।

বাঁকুড়া: দুই ভাই। সকালে কাঠ কাটার কাজে বাইকে যাচ্ছিলেন। পথেই মর্মান্তিক ঘটনা। মোটর বাইক ও পিক আপ ভ্যানের মুখোমোখি সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের দু’জনের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম যথাক্রমে রহমতুল্লা মণ্ডল (৩৮) ও নিয়ামততুল্লা মণ্ডল (৩২)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সকালে তালডাংড়া থানা এলাকার পাইকা গ্রামের।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে প্রতিবেশী কয়েক জনের সঙ্গে ওন্দার পুনিশোল-আসনবনি গ্রামের দুই যুবক কাঠ কাটার কাজে একটি মোটর বাইকে চেপে রতনপুর-হাড়মাসড়া রাস্তা ধরে বিবড়দার দিকে যাচ্ছিলেন।
সেই সময় তালডাংড়ার পাইকা গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিন বাইক আরোহীকে তালডাংড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে রহমতুল্লা মণ্ডল ত নিয়ামততুল্লা মণ্ডলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই ‘ঘাতক’ পিক আপ ভ্যানটি পলাতক বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শী বলেন, “রাস্তার ধার দিয়ে ধীর গতিতেই যাচ্ছিল বাইক। স্বাভাবিক গতিতেই ছিল। কিন্তু উল্টোদিক থেকে আসা পিকআপ ভ্যানটির গতিবেগই বেশি ছিল। হঠাৎ সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।”

