AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গ্রেফতারের পরই প্রাক্তন মন্ত্রীর বুকের বাঁ দিকে ব্যথা! থানা থেকে নিয়ে যাওয়া হল হাসপাতালে

Bankura: হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রীর হাই প্রেশার রয়েছে। এতটা ধকলে তা বেড়ে যায়। তবে চিকিৎসকরা জানান, এর জন্য প্রাক্তন মন্ত্রীর হাসপাতালে ভর্তি থাকার কোনও প্রয়োজন নেই।

গ্রেফতারের পরই প্রাক্তন মন্ত্রীর বুকের বাঁ দিকে ব্যথা! থানা থেকে নিয়ে যাওয়া হল হাসপাতালে
ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 3:28 PM
Share

বাঁকুড়া: দুর্নীতির অভিযোগে একদিন আগেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। এরই মধ্যে সোমবার বুকে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। যদিও সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, জেলেই থাকতে পারেন বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক। তাঁর শরীরে এমন কোনও সমস্যা নেই যে কারণে হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত, আপাতত ৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন শ্যামাপ্রসাদ।

বর্ষীয়ান এই বিজেপি নেতার তিন দশকের বেশি রাজনৈতিক জীবন। যদিও এতদিন তৃণমূলে ছিলেন তিনি। বিধানসভা ভোটের মুখে যোগ দেন বিজেপিতে। গত ৩৪ বছর ধরে বিষ্ণুপুর পুরসভায় চেয়ারম্যান ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কখনও থেকেছেন কংগ্রেসের হয়ে, কখনও থেকেছেন তৃণমূলের হয়ে। অভিযোগ, সে সময় একাধিক প্রকল্পের টেন্ডার হয়েছিল। কিন্তু সেই প্রকল্পগুলিতে কোনও কাজই হয়নি। মহকুমা শাসকের তরফে তদন্ত শুরু হয়। পরে রিপোর্ট জমা দেয় চিফ ভিজিল্যান্স অফিসার। তদন্তে দুর্নীতির একাধিক তথ্য উঠে আসে। এরপরই বর্ষীয়ান এই নেতাকে গ্রেফতার করা হয় রবিবার।

সূত্রের খবর, এদিন রাত থেকেই বুকে সমস্যা হচ্ছিল তাঁর। সকালের দিকে বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন। বিষয়টি থানায় জানান। এরপরই সোমবার সকালে বিষ্ণুপুর থানা থেকে প্রাক্তন মন্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে এমারজেন্সিতে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

এরপরই নিয়ে যাওয়া হয় হাসপাতালের বহির্বিভাগে। সেখানে জেনারেল ফিজিশিয়নকে দেখানোর পর ফের বিষ্ণুপুর থানায় নিয়ে যাওয়া হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রীর হাই প্রেশার রয়েছে। এতটা ধকলে তা বেড়ে যায়। তবে চিকিৎসকরা জানান, এর জন্য প্রাক্তন মন্ত্রীর হাসপাতালে ভর্তি থাকার কোনও প্রয়োজন নেই। এরপরই ফের বিষ্ণুপুর থানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। অন্যদিকে এদিনই বিষ্ণুপুর পুরসভায় তদন্তে যান পুলিশ।

উল্লেখ্য, দীর্ঘদিন তিনি তৃণমূল বিধায়ক ছিলেন। এবারে ভোটের আগে পালাবদলের মরশুমে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। এই ঘটনায় অস্বস্তিতে বিজেপি। এ প্রসঙ্গে বর্তমান বিষ্ণুপুর পুরসভার প্রশাসক অর্চিতা বিদ বলেন, “আমি আপনাদের মুখ থেকেই শুনলাম। কেন গ্রেফতার করা হয়েছে জানি না। এটা তো প্রশাসনের ব্যাপার। প্রশাসন তার নিজের পথেই হাঁটবে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।”

এদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারের পরই তাঁর ছেলে শুভ মুখোপাধ্যায় জানান, “আমি জানি না বাবাকে কেন গ্রেফতার করা হয়েছে। এখন এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আগে গোটা বিষয়টা বুঝতে হবে।” বিজেপির রাঢ়বঙ্গ জ়োনের অবজার্ভার পার্থ কুণ্ডু বলেন, “যতদিন তৃণমূলে ছিলেন, ততদিন তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। এখন বিজেপিতে আসার পরই সব অভিযোগ! আসলে সামনে পুরভোট। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই তৃণমূল এ সব করছে।” আরও পড়ুন: ফের ১২১ নম্বর ওয়ার্ডেই! বেহালার শুটআউটে আবারও শাসক-কোন্দলের ইঙ্গিত