Soumitra Khan: জীবনে এই প্রথমবার ভোট দিতে যেতে পারলেন না সৌমিত্র খাঁ! কেন জানেন
Bishnupur: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে এবার হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে ভোট ময়দানে নেমেছেন তিনি। পর পর দু'বারের সাংসদ এখান থেকে। তিনি পাশের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোটার। সেখানকার বল্লভ জুনিয়ার বেসিক স্কুলের ২৬০ নম্বর বুথের ভোটার তিনি। এই প্রথমবার নিজের ভোট দিতে যেতে পারলেন না বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

বিষ্ণুপুর: ভোটের দিন নিজের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র আগলে রাখতে ভোটই দিতে গেলেন না বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে এবার হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে ভোট ময়দানে নেমেছেন তিনি। পর পর দু’বারের সাংসদ এখান থেকে। তিনি পাশের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোটার। সেখানকার বল্লভ জুনিয়ার বেসিক স্কুলের ২৬০ নম্বর বুথের ভোটার তিনি। এই প্রথমবার নিজের ভোট দিতে যেতে পারলেন না বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। ভোট-উৎসবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না সৌমিত্র। কিন্তু কেন এমন হল?
সৌমিত্র খাঁ অবশ্য নিজেই এই ধোঁয়াশা কাটালেন। সারাদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র আগলে রাখা বিজেপি প্রার্থী জানালেন, ভোট দিতে যাওয়া-আসা মিলিয়ে প্রায় পাঁচ ঘণ্টা লেগে যেত। যেতে আড়াই ঘণ্টা, ফিরতে আড়াই ঘণ্টা। ভোট দিতে যাওয়া তাঁর নৈতিক কর্তব্য ছিল, সে কথা মেনে নিলেও, ভোটের দিন এলাকা ছেড়ে যাওয়াটা তাঁর উচিত বলে মনে হয়নি। সৌমিত্র খাঁ ভোট দিতে না পারার আক্ষেপের কথা জানিয়ে বলেন, ‘আমার নিজেরই খারাপ লাগছে, ভোট দিতে পারলাম না।’
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর কথায়, ‘যদি বিষ্ণুপুর ছেড়ে চলে যেতাম, তাহলে এই ভোটটা হত না।’ তাঁর আশঙ্কা ছিল, তিনি এলাকা ছেড়ে চলে গেলে অন্য রাজনৈতিক শিবির থেকে অশান্তি পাকানোর চেষ্টা তৈরি হত। সৌমিত্র বলেন, ‘আমি প্রতি মুহূর্তে দেখেছি পরিস্থিতি। ওরা চাইছিল, আমাকে রাস্তায় নামিয়ে বিক্ষোভ দেখাবে। যা ওরা পারেনি। কারণ, আমি ভোটের দিন কখনোই বাইরে বের হই না। কিন্তু এই প্রথম আমি ভোট দিলাম না।’
