Subhash Sarkar: অপু ভাইয়ের পয়া টোটো চালিয়ে হারিয়েছিলেন সুব্রতকে, জিততে এবারও টোটো চালালেন মন্ত্রী সুভাষ
Subhash Sarkar: শনিবার সন্ধ্যায় রাজ্যের ২০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেই তালিকায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে সুভাষ সরকারের নাম ঘোষণা হয়। ঘোষণার সময় কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার ছিলেন দিল্লিতে। এরপর সোমবার বিমানে তিনি সরাসরি দিল্লি থেকে অন্ডালে নামেন।

বাঁকুড়া: লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর জেলার মাটিতে পা দিয়েই উচ্ছ্বাসে ভাসলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। নিজে টোটো চালিয়ে প্রথম প্রচারেই নজর কাড়লেন তিনি। শুধু তাই নয়, চালালেন টোটো।
শনিবার সন্ধ্যায় রাজ্যের ২০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেই তালিকায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে সুভাষ সরকারের নাম ঘোষণা হয়। ঘোষণার সময় কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার ছিলেন দিল্লিতে। এরপর সোমবার বিমানে তিনি সরাসরি দিল্লি থেকে অন্ডালে নামেন। সেখানেই তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। এরপর মেজিয়া, গঙ্গাজলঘাটি হয়ে তিনি সড়ক পথে পৌঁছন বাঁকুড়ায়।
রাস্তায় সর্বত্রই ফুল, মালা দিয়ে বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। এরপর সুভাষ সরকার হাজির হন বিজেপির বাঁকুড়া জেলা সাংগঠনিক কার্যালয়ে। সেখানেও বাঁধ ভাঙা উচ্ছাসে দলীয় নেতা কর্মীরা তাঁকে স্বাগত জানান। বাঁকুড়ায় নেমেই নিজে হাতে টোটো চালিয়ে কার্যত প্রচার শুরু করে দেন সুভাষ সরকার।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “আজকে অন্ডাল বিমান বন্দরে নামার সঙ্গে-সঙ্গেই হাজির কার্যকর্তারা। তাঁরা রাস্তার দু’ধারে বেরিয়ে আসেন তাঁরা। ২০১৯ সালেও আমি অপু ভাইয়ের টোটো চালিয়েছিলাম। ও অসুস্থ তাও এসেছে। বলেছে আমার টোটোই চালাতে হবে। পয়পন্থ টোটো। সেই সময় পৌনে দু’লক্ষ ভোটে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়েছি।”





