Sujata-Soumitra: সৌমিত্রর গাড়ি ঘিরে বিক্ষোভ TMC, পুলিশ দোষারোপ করে ধমক BJP-প্রার্থীর
Bankura: এরপরই দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ,সোনামুখী বিধানসভার বিজেপির কনভেনার তাপস মিত্র সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন। তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর ঘটনাস্থলে পাত্রসায়র থানার পুলিশ কর্মী দেখে রীতিমতো ক্ষেপে যান বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

বাঁকুড়া: বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-এর গাড়ি আটকে হামলার অভিযোগ। পুলিশকেও ধমক দেওয়ার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। জখম জেলার বিজেপি-র আহ্বায়ক সহ বেশ কয়েকজন কর্মী। কাঠগড়ায় তৃণমূল। পুলিশকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী সৌমিত্রর।
বিজেপির অভিযোগ, সোমবার পাত্রসায়র থানার বেলুট গ্রামে বিজেপির ভোট প্রচার এবং দলীয় একটি কর্মসূচি হওয়ার কথা ছিল। সেখানে যোগদান করার জন্য যাচ্ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। অভিযোগ, হঠাৎ করেই বেলুট গ্রামে ঢুকতেই বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বাড়ি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গাড়ি ও কনভয় আটকে হামলা চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ।
এরপরই দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ,সোনামুখী বিধানসভার বিজেপির কনভেনার তাপস মিত্র সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন। তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর ঘটনাস্থলে পাত্রসায়র থানার পুলিশ কর্মী দেখে রীতিমতো ক্ষেপে যান বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে বলেন, “চারটে কুড়িতে মেসেজ করেছি। চারটে আঠাশেও তৃণমূলের সাহস কী করে পতাকা ছিঁড়ছে। সাংসদের গাড়ির সামনে বিক্ষোভ করতে আসছে। এই ভাবে চলতে পারে না। এটা পঞ্চায়েত ভোট নয়, লোকসভা ভোট। পরিষ্কার বলছি, একটাও অশান্তি হলে কেউ ছেড়ে কথা বলবে না।”
বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, “আমরা সকলে যখন বেলুড় গ্রামে ঢুকছি সেই সময় তাপস বাড়ি এসে সৌমিত্রদার গাড়ি আটকায়। অকথ্য গালিগালাজ করে।”
তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সুজাতা মণ্ডল। বলেন, “সৌমিত্র ভাল অভিনেতা। মানুষকে টুপি পরানোর ভালই দর আছে। এটা একটা সেটিং গল্প।”
