TMCP: কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন, বিতর্কে জড়ালেন অধ্যক্ষ
Bankura: গতকাল তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিষ্ণুপুর রামানন্দ কলেজের গেটে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে।
বাঁকুড়া: ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ২৯ অগস্ট সমাবেশের আয়োজন করা হয়েছে। ধর্মতলার মেয়ো রোডে হয়েছে জনসভা। এর মধ্যে জেলায়-জেলায় সেই প্রস্তুতি তুঙ্গে। এই সবের মধ্যেই বিতর্কে জড়ালেন বাঁকুড়ার একটি কলেজের অধ্যক্ষ। কলেজের গেটে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন খোদ অধ্যক্ষ। আর সেই ভিডিয়ো পোস্ট করে বিতর্কে জড়ালেন বিধায়ক।
গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজে। কলেজের গেটের সামনে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের পতাকা উত্তোলনকে ঘিরে বিতর্কে জড়ালেন কলেজের অধ্যক্ষ। অভিযোগ খোদ অধ্যক্ষা ওই ছাত্র সংগঠনের পতাকা উত্তোলন করেন। অধ্যক্ষর ওই ছাত্র সংগঠনের পতাকা উত্তোলনের ছবি এলাকার তৃণমূল বিধায়ক নিজের সোস্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এরপরই অধ্যক্ষর ভূমিকা নিয়ে কড়া সমালোচনায় সরব হয়েছে সব রাজনৈতিক দল।
গতকাল তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিষ্ণুপুর রামানন্দ কলেজের গেটে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ও রামানন্দ কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই।
এরপর বিধায়ক তন্ময় ঘোষের সোস্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যায় অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক পতাকা উত্তোলন করছেন কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই। সে কাজে তাঁকে সহায়তা করছেন বিধায়ক তন্ময় ঘোষ। পরে কলেজের ভিতর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অধ্যক্ষ নিজে হাতে কেক কেটে তা বিধায়ক ও ছাত্র সংগঠনের নেতৃত্বকে খাইয়ে দেওয়ার ছবিও দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওতে। এই ভিডিওগুলি ভাইরাল হতেই সমালোচনায় সরব হয় বিরোধী দলগুলি।
বাম ও বিজেপির তরফে বলা হয় কলেজের সর্বোচ্চ পদাধিকারী অধ্যক্ষর পদ নিরপেক্ষ হওয়া উচিত। শাসক দলকে খুশি করতেই একটি বিশেষ ছাত্র সংগঠনের পতাকা উত্তোলন করেছেন ওই অধ্যক্ষ। যদিও বিষয়টি নিয়ে অধ্যক্ষর সাফাই, ‘গতকাল রবিবার থাকায় কলেজ ছুটি ছিল। তাছাড়া অনুষ্ঠানটি হয়েছে কলেজ ক্যাম্পাসের বাইরে। কলেজ ক্যাম্পাসের বাইরে অধ্যক্ষর নিজস্ব স্বত্বা থাকতেই পারে।’ অপরদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি ঘটনাটি তাঁদের জানা নেই। দলীয় ছাত্র সংগঠনের পতাকা অধ্যক্ষর তোলা অনুচিত।এমনটা যদি হয়ে থাকে তাহলে দল তার ব্যবস্থা নেবে।