Panihati: এমনও হয়! স্বাস্থ্য সাথীতে মেলে না হার্নিয়ার অপারেশনের টাকা, তাই অ্যাপেন্ডিক্স অপারেশন করলেন ডাক্তার!
Barrackpur: বিশ্বজিৎ তাঁর চিকিৎসক বিশ্বজিৎ দাসকে বারংবার বিষয়টি জানান। অভিযোগ, চিকিৎসক তাঁকে বারবার ঘোরাতে থাকেন। রোগীর হার্নিয়ার জায়গায় ব্যথা বাড়তে থাকে। তখন পরিবারের লোক তাঁকে নিয়ে গিয়ে ইউএসজি করান। সেই ইউএসজি রিপোর্টে জানা যায়, হার্নিয়ার জায়গায় হার্নিয়া রয়ে গিয়েছে। কোনো অপারেশন হয়নি। তার বদলে অপারেশন হয়েছে অ্যাপেনডিক্সের।

উত্তর ২৪ পরগনা: হার্নিয়া অপারেশন করতে গিয়ে করা হল অ্যাপেনডিক্সের অপারেশন! ভয়ঙ্কর অভিযোগ বিশ্বজিৎ দাস নামে এক চিকিৎসকের বিরুদ্ধে। ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার উত্তর ২৪ পরগনার পানিহাটির ১ নম্বর দেশবন্ধু নগরের বিশ্বজিৎ দাসের। (ঘটনাচক্রে রোগীর নাম বিশ্বজিৎ দাস ও অভিযুক্ত চিকিৎসকের নাম বিশ্বজিৎ দাস)
বিশ্বজিতের পরিবার সূত্রে জানা গিয়েছে, হার্নিয়া অপারেশনের জন্য পানিহাটি হাসপাতালে গিয়েছিলেন বিশ্বজিৎ। ওই হাসপাতালেই কর্মরত অভিযুক্ত চিকিৎসক বিশ্বজিৎ দাস। অভিযোগ, চিকিৎসক তাঁকে নিজের নার্সিংহোমে চিকিৎসা করানোর পরামর্শ দেন। তাতে বিশ্বজিৎ রাজিও হয়ে যান।
বিশ্বজিতের দাবি, চিকিৎসক তাঁকে তাঁর নার্সিংহোমে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশন করানো হবে বলেও আশ্বাস দেন। কিন্তু নার্সিংহোমে রোগীর হার্নিয়া অপারেশনের জায়গায় অ্যাপেনডিক্সের জায়গার অপারেশন করে দেওয়া হয় বলে অভিযোগ। অপারেশনের কিছুদিন পর রোগী বুঝতে পারেন, তাঁর তলপেটের নীচের অংশ উঁচু লাগছে।
বিশ্বজিৎ তাঁর চিকিৎসক বিশ্বজিৎ দাসকে বারংবার বিষয়টি জানান। অভিযোগ, চিকিৎসক তাঁকে বারবার ঘোরাতে থাকেন। রোগীর হার্নিয়ার জায়গায় ব্যথা বাড়তে থাকে। তখন পরিবারের লোক তাঁকে নিয়ে গিয়ে ইউএসজি করান। সেই ইউএসজি রিপোর্টে জানা যায়, হার্নিয়ার জায়গায় হার্নিয়া রয়ে গিয়েছে। কোনো অপারেশন হয়নি। তার বদলে অপারেশন হয়েছে অ্যাপেনডিক্সের।
রোগী বিশ্বজিৎ দাসের বক্তব্য, স্বাস্থ্য সাথীর কার্ডে হার্নিয়া অপারেশন হয় না। হার্নিয়ার অপারেশন হলে স্বাস্থ্য সাথীতে নার্সিংহোম কোনও টাকা পাবে না। তাই স্বাস্থ্য সাথী থেকে টাকা পাওয়ার জন্যই হার্নিয়ার জায়গায় অপারেশন হয়েছে অ্যাপেনডিক্সের।
এই বিষয়ে নার্সিংহোমের চিকিৎসক বিশ্বজিৎ দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।
জেলা স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সমুদ্র সেনগুপ্ত বলেন, “চিকিৎসক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এর আগেও অনেক অভিযোগ জমা পড়েছে এই চিকিৎসকের নামে। তাঁকে আপাতত পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। অভিযোগগুলি প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

