AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: ভাইয়ের নাম নরেন্দ্র মোদী, দিদির নাম মমতা, এমন ভোটার কার্ড দেখে থ বীরভূম

Dubrajpur Voter Narendra Modi: পেশায় ব্যবসায়ী দুবরাজপুরের নরেন্দ্র মোদী। স্থানীয় বাসিন্দাদের কাছে ডাকনামেই বেশি পরিচিত। এলাকার বাসিন্দারা মুন্না বলে ডাকেন তাঁকে। কিন্তু, দূরে কোথা কোনও কাজে গিয়ে নিজের নাম বলার পর কী হয়? প্রশ্ন শুনেই হেসে ফেলেন দুবরাজপুরের মোদী। বললেন, "আসানসোলে ডাক্তার দেখাতে গিয়ে নাম বলার পর অনেকে বলেন, বাবা-রে নরেন্দ্র মোদী চলে এসেছে।"

Narendra Modi: ভাইয়ের নাম নরেন্দ্র মোদী, দিদির নাম মমতা, এমন ভোটার কার্ড দেখে থ বীরভূম
দুবরাজপুরের বাসিন্দা নরেন্দ্র মোদীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 29, 2025 | 4:35 PM
Share

দুবরাজপুর: নরেন্দ্র মোদী কোথাকার ভোটার? গুজরাটের আহমেদাবাদের। এই উত্তরই সবাই দেবেন। গত বছর লোকসভা ভোটের সময়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দিতে যেতে দেখা গিয়েছে। কিন্তু, কেউ যদি আপনাকে বলেন, নরেন্দ্র মোদী এই বাংলার ভোটার। এমনকি, তাঁর দিদির নাম মমতা। তাহলে কী মনে হবে আপনার? ভাবছেন এ কেমন কথা। কোনও অবাস্তব ঘটনা নয়। সত্যিই বাংলার বীরভূম জেলার দুবরাজপুরের ভোটার নরেন্দ্র মোদী। তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন। রাজস্থানের বাসিন্দা এই নরেন্দ্র মোদী এখন দুবরাজপুরের বাসিন্দা।

দুবরাজপুরে ভোটার তালিকায় নরেন্দ্র মোদীর নাম রয়েছে শুনে অনেকেই চমকে যান। আর সেই নরেন্দ্র মোদীর খোঁজেই টিভি৯ বাংলা পৌঁছে গিয়েছিল দুবরাজপুর শহরে। দুবরাজপুরের ১৩ নম্বর ওয়ার্ডে কাছারিপাড়ায় বাড়ি নরেন্দ্র মোদীর। তাঁদের আদি বাড়ি রাজস্থানে। কিন্তু, অনেক বছর আগে থেকে দুবরাজপুরে বাস করছেন তাঁরা। দিব্যি বাংলায় কথা বলেন। ভোট দেন দুবরাজপুরের শিশু বিদ্যাপীঠ স্কুলে।

পেশায় ব্যবসায়ী দুবরাজপুরের নরেন্দ্র মোদী। স্থানীয় বাসিন্দাদের কাছে ডাকনামেই বেশি পরিচিত। এলাকার বাসিন্দারা মুন্না বলে ডাকেন তাঁকে। কিন্তু, দূরে কোথা কোনও কাজে গিয়ে নিজের নাম বলার পর কী হয়? প্রশ্ন শুনেই হেসে ফেলেন দুবরাজপুরের মোদী। বললেন, “আসানসোলে ডাক্তার দেখাতে গিয়ে নাম বলার পর অনেকে বলেন, বাবা-রে নরেন্দ্র মোদী চলে এসেছে। নাম শুনে চমকে যায়। সবাইকে বলি, আমি প্রধানমন্ত্রী নই। সাধারণ মানুষ।” তবে তিনি মোদী ভক্ত বলে জানালেন।

দেশের প্রধানমন্ত্রী ও তাঁর নাম যেমন একই, তেমনই আবার তাঁর দিদির নাম মমতা। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তাঁর দিদির নাম একই। দুবরাজপুরের এই নরেন্দ্র মোদী বলেন, “আমরা এক ভাই ও তিন বোন। তার মধ্যে বড় দিদির নাম মমতা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন।”