AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: SIR-এ ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, কাজলকে ‘পুশব্যাকে’র হুঁশিয়ারি অর্জুনের

Arjun Singh On Kajal Sheikh: আর কাজল শেখ এহেন মন্তব্য করতেই পাল্টা তোপ দেগেছেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর বক্তব্য, কাজল শেখ বহিরাগত। তাঁকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হোক। তিনি বলেন, "কাজল শেখ নিজেই তো বাংলাদেশি নাগরিক। ওকে পুশব্যাক করাবই আমরা। ২০০২ সালে দেখবেন ওর নাম নেই। ওর নাম কাটা যাবে।"

Arjun Singh: SIR-এ ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, কাজলকে 'পুশব্যাকে'র হুঁশিয়ারি অর্জুনের
কাজল শেখকে হুঁশিয়ারি অর্জুন সিংImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 28, 2025 | 2:02 PM
Share

বীরভূম: SIR নিয়ে সরগরম রাজনীতি। চলছে হুমকি পাল্টা হুমকি! এবার হুঁশিয়ারি দিলেন বীরভূমের তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তাঁর দাবি, বৈধ ভোটারদের নাম বাদ গেলে ফল হবে মারাত্মক। বিজেপি নেতানেত্রীদের জন্য বিপদ রয়েছে। তিনি বলেন, “বীরভূম জেলার যদি একজন ভোটারেরও নাম বাদ যায়, তাহলে এখানকার তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না। এটা বিজেপির ষড়যন্ত্র। যাঁরা বিজেপির নেতানেত্রী রয়েছেন, তাঁদের বলব সাবধান হয়ে যান। SIR হোক।”

আর কাজল শেখ এহেন মন্তব্য করতেই পাল্টা তোপ দেগেছেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর বক্তব্য, কাজল শেখ বহিরাগত। তাঁকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হোক। তিনি বলেন, “কাজল শেখ নিজেই তো বাংলাদেশি নাগরিক। ওকে পুশব্যাক করাবই আমরা। ২০০২ সালে দেখবেন ওর নাম নেই। ওর নাম কাটা যাবে।”

বাংলাদেশি তকমা পেয়ে TV9 বাংলাকে ফোনে কাজল শেখ বললেন, “গিরগিটির কথাও ওত গুরুত্ব দিতে নেই। যার নিজস্বতা বলে কিছু নেই, তাঁর কথায় কে গুরুত্ব দেয়! আমি বলেছি বীরভূম জেলা থেকে বৈধ ভোটার একজনকেও বাদ দেওয়া হয়, কারোর নাগরিকত্ব হরণ করতে চায়, তাহলে মানুষ প্রতিবাদে গর্জন করবেন। আমি বলব ২০০২ সালে ভোটার তালিকা দেখে নিতে, কাজল শেখ ভোটার ছিলেন। আমার পূর্ব পুরুষরাও ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাঁরা বীরভূম জেলাতেই বাস করতেন। বাংলাদেশি তকমা দিয়ে কোনও লাভ নেই। বীরভূম জেলায় বিজেপির কোনও অস্তিত্ব নেই।” ছাব্বিশের নির্বাচনের পর বীরভূম থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন তিনি।