Suvendu Adhikari: SIR আবহে বাংলায় ফের রাষ্ট্রপতি শাসনের জল্পনা বাড়ালেন শুভেন্দু
Suvendu Adhikari On Article 356: এর আগেও একাধিকবার বাংলায় রাষ্ট্রপতি জারি করার পক্ষে সওয়াল করেছেন শুভেন্দু। যখন SIR সম্ভাবনা নিয়ে বাংলায় সরগরম পরিস্থিতি, তখন শুভেন্দু দাবি করেছিলেন, SIR করতে না দিলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে।

কলকাতা: আজ থেকে বাংলায় শুরু হচ্ছে SIR। তার মধ্যেই বাংলায় ফের রাষ্ট্রপতি শাসনের জল্পনা বাড়ালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করেছে ভোটার তালিকা তৈরি হলে তবেই ভোট হবে। সেকথা সোমবার সাংবাদিক বৈঠকে নিজেও স্পষ্ট করেছেন CEC জ্ঞানেশ কুমার। মঙ্গলবার শুভেন্দু অধিকারী বললেন, ৫ মের মধ্যে সরকার তৈরি না হলে জারি হবে রাষ্ট্রপতি শাসন। নির্বাচন কমিশনের সেই ক্ষমতা রয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে এমনই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু।
শুভেন্দু বলেন, “কমিশনের কাজ সঠিক সময়ে ভোটার তালিকা তৈরি করা। আর এই কাজে কোনওরকমের কোনও বাধা এলে, কমিশন সঠিক পদক্ষেপ করবে। বিএলও, বিএলও ২-দের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও কমিশনের। কিন্তু এক্ষেত্রে রাজ্যের তৎপরতা বিরোধী দলের থেকে অনেক বেশি। ৭ ফেব্রুয়ারির মধ্যে সূচি তৈরি হয়ে যাওয়া উচিত, তারপরই ভোট হবে। তা না হলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। ”
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার বাংলায় রাষ্ট্রপতি জারি করার পক্ষে সওয়াল করেছেন শুভেন্দু। যখন SIR সম্ভাবনা নিয়ে বাংলায় সরগরম পরিস্থিতি, তখন শুভেন্দু দাবি করেছিলেন, SIR করতে না দিলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। বিরোধী দলনেতা আগেও মন্তব্য করেছিলেন, “ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বের হয়, তাহলে আপনা আপনি রাষ্ট্রপতি শাসন অর্থাৎ রাজ্যপালের হাতে রাজ্য চলে যাবে।”
বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির আভাস দিয়েছিলেন রাজ্যপালও। যদিও সেটা অন্য প্রেক্ষিতে। দুর্গাপুরে গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করার পর তিনি আভাস দিয়েছিলেন। কিন্তু বাংলায় যখন ভোটের দামামা বেজে গিয়েছে, তার মাধ্যেই বিরোধী দলনেতার মুখে আরও একবার সেই ইঙ্গিত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “আসলে উনি তো প্রথম দিন থেকে একই কথা বলে আসছেন। যে কোনও মূল্যে বাংলায় ক্ষমতা দখল করতে হবে। আর সেক্ষেত্রে রাজনৈতিকভাবে লড়ার ক্ষমতা নেই। তাই বিপথে, চক্রান্ত করে ক্ষমতা দখলের চেষ্টা করছে।”
