Bhuban Badyakar: ‘আবার বাদাম বিক্রি করব কিন্তু যে দিন…’, ক্ষমা চেয়ে ভুবনবাবু জানালেন বাদাম বিক্রির সময়ও
Bhuban Badyakar: সেলিব্রিটি হয়ে গিয়েছেন, তাই আর বাদাম বিক্রি করবেন না, এমনটাই বলেছিলেন ভুবন বাদ্যকর। সেই বক্তব্যের জন্যই এবার ক্ষমা চাইলেন তিনি।
বীরভূম : ‘আমি সেলিব্রিটি, আর বাদাম বিক্রি করব না।’ দিন কয়েক আগে এ কথা বলেই নতুন করে ভাইরাল হয়েছিলেন বাদামকাকু তথা ভুবন বাদ্যকর। আর সে কথা বলার জন্য এবার ক্ষমা চাইলেন বাদাম-গান খ্যাত সেই ভুবন। তাঁর দাবি, সেলিব্রিটি ঠিক কী হয়, তা তাঁর জানা নেই। প্রয়োজনে আবার বাদাম বিক্রি করবেন বলেও জানিয়েছেন তিনি। কয়েকদিন আগেই গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। আর সেই দুর্ঘটনা নিয়েও এবার নতুন গান বাঁধলেন ভুবন বাবু।
শুক্রবার বোলপুরের একটি রিসোর্টে এসেছিলেন ভুবন বাদ্যকর। এ দিন তাঁর গানের কপি রাইটের জন্যে একটি বেসরকারি ষ্টুডিও -র তরফে তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি দেড় লক্ষ টাকার চেক। আগেও এই গোধূলি ষ্টুডিও -র তরফে তাঁর হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছিল। আজ বাকি টাকা দিয়ে দেওয়া হল।
এদিন হাতে চেক পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষমা চাইলেন ভুবন বাবু। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন যে, তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছেন, তাই তিনি আর বাদাম বিক্রি করবেন না। বাদাম বিক্রি করতেও পারবেন না। তাঁর এই বক্তব্য নিয়ে সোশ্য়াল মিডিয়ার ঝড় উঠেছিল। বিতর্কের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছিলেন তিনি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কয়েকদিনের অযাচিত সাফল্য তাঁকে তাঁর শিকড়টা ভুলিয়ে দিল? আর আজ তিনি নিজেই সেই বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন। বললেন, ‘আমি সেলিব্রিটি মানেই বুঝিনা। মানুষ আমাকে এই জায়গায় এনেছে। আমি বলে ভুল করে ফেলেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি নিশ্চই আবার বাদাম বিক্রি করব। আজ সবাই আমার পাশে আছেন, যে দিন সরে যাবেন, সে দিন আবার বাদাম বিক্রি করব।’
কয়েকদিন আগের দুর্ঘটনা প্রসঙ্গে তিনি জানান, তিনি কিছু টাকা পয়সা পেয়ে ছেলের জন্যে সেকেন্ড হ্যান্ড গাড়িটি কিনেছিলেন তিনি। তিনি চেয়েছিলেন, তাঁর ছেলে গাড়ি চালিয়ে রোজগার করতে পারবে। আর সেটাই চালাতে গিয়ে দেওয়ালে ধাক্কা মারেন দেওয়ালে। তবে এখন তিনি সুস্থ। এই দুর্ঘটনার পর নতুন একটি গানও বেঁধেছেন ভুবন বাবু। সেই গানও এ দিন শোনান তিনি।
গোধূলি ষ্টুডিও -র সদস্য গোপাল ঘোষ বলেন, আজ ভুবন বাবুর বকেয়া দেড় লক্ষ টাকা তাঁর হাতে তুলে দেওয়া হলো। সেই সঙ্গে তাঁকে একটা নতুন গানের জন্যে সাইন করানো হল। সেই গানও খুব তাড়াতাড়ি বাজারে আসবে।
আরও পড়ুন : Child Death: ছোট অপারেশন, ডাক্তাররা বলেছিল মেয়ে সুস্থ আছে! তারপরই সব শেষ