Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kajal Sheikh: ‘কাউকে টাকা খেতে দেব না’, খয়রাশোলের মঞ্চ থেকে ঘোষণা কাজল শেখের

প্রসঙ্গত দিন দুয়েক আগে খয়রাশোলে ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এই ঘটনা ঘিরে খয়রাশোলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকটে উঠেছে তৃণমূলের অন্দরে। সেই দ্বন্দ্বের জেরেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। আজকের অনুষ্ঠানেও কাঞ্চন উপস্থিত ছিলেন না।

Kajal Sheikh: ‘কাউকে টাকা খেতে দেব না’, খয়রাশোলের মঞ্চ থেকে ঘোষণা কাজল শেখের
কাজল শেখImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 9:47 PM

খয়রাশোল: “আমি এক টাকাও খাব না, কাউকে টাকা খেতেও দেব না।” বীরভূমের খয়রাশোলের দলের সভামঞ্চ থেকে এই ঘোষণা করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার সম্বর্ধনা জানানো হয় জেলা সভাধিপতি কাজল শেখকে। সেখানেই এ কথা বলেছেন তিনি। সেই সঙ্গে দলের গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার জন্যও দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। কিন্তু এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন না খয়রাশোল ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী।

খয়রাশোলের সভা থেকে কাজল শেখ বলেছেন, “রাজনীতিকে যাঁরা পেশা করতে এসেছেন, তাঁরা সরে যান। খয়রাশোলে যদি কারও মনোমালিন্য থাকে তা ভুলে যান। সবাই মিলমিশে কাজ করুন। নিজেদের মধ্যে কাটাকাটি বরদাস্ত করা হবে না। বীরভূম তৃণমূলকে আমি নিষ্ঠার সঙ্গে চালাব। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। সেই আদর্শ মেনেই আমি চলব। সেই আদর্শের বাইরে কাউকে চলতে দেব না।”

প্রসঙ্গত দিন দুয়েক আগে খয়রাশোলে ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এই ঘটনা ঘিরে খয়রাশোলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকটে উঠেছে তৃণমূলের অন্দরে। সেই দ্বন্দ্বের জেরেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। আজকের অনুষ্ঠানেও কাঞ্চন উপস্থিত ছিলেন না। যদিও এ বিষয়টিতে বড় করে দেখতে নারাজ কাজল শেখ। খয়রাশোলের ব্লক সভাপতির প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি ব্লক সভাপতিকে বেশ কয়েকবার ফোন করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি উপস্থিত থাকতে পারেননি।”