Jyotipriya Mallick Property: পার্থর ‘অপা’র পর বালুর ‘দোতারা’, শান্তিনিকেতনে মন্ত্রীর কোটি টাকার বাড়ি, দাবি বিজেপির

Jyotipriya Mallick Property: জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী প্রায়ই ওই বাড়িতে যেতেন বলে জানা যায়। জানা যায় দু কোটি টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন জ্যোতিপ্রিয়। সেই বাড়ি রঙ করাতেই খরচ হয়েছিল ৮৫ লক্ষ টাকা।

Jyotipriya Mallick Property: পার্থর 'অপা'র পর বালুর 'দোতারা', শান্তিনিকেতনে মন্ত্রীর কোটি টাকার বাড়ি, দাবি বিজেপির
জ্যোতিপ্রিয়ের বাড়ি দোতারাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 1:47 PM

কলকাতা: পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারির এক বছর তিন মাস পরে গ্রেফতার রাজ্যের আরও এক মন্ত্রী। এবারও চর্চায় শান্তিনিকেতনে আরও এক বিলাসবহুল বাড়ি। প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হওয়ার পর সামনে এসেছিল তাঁর বিপুল সম্পত্তি। হদিশ মিলেছিল শান্তিনিকেতনে তাঁর বিলাসবহুল বাড়ির। সেই বাড়ির নাম ‘অপা’। আর এবার সামনে এল বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি। সেই শান্তিনিকেতনেই কোটি টাকার বিলাসবহুল বাড়ি রয়েছে তাঁর, নাম ‘দোতারা’। বর্তমানে সেই বাড়ির মূল্য অন্তত ৬ কোটি টাকা বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।

প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়ের সেই বিশাল আকারের বাড়িতে বর্তমানে থাকেন একজন কেয়ারটেকার। মাঝেমধ্যেই সেখানে দেখা যেত মন্ত্রী ও তাঁর আত্মীয়দের। জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী প্রায়ই ওই বাড়িতে যেতেন বলে জানা যায়। বিজেপি সূত্রের দাবি, দু কোটি টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন জ্যোতিপ্রিয়। ১০ কাটার বেশি জমির ওপর তৈরি ওই বাড়ি রক্ষণাবেক্ষণ করতে বিপুল টাকা খরচ করেন তিনি।

শান্তিনিকেতনের রতনপল্লীতে জলট্যাঙ্কির কাছে যোগেন চৌধুরীর বাড়ির পাশেই রয়েছে জ্যোতিপ্রিয়ের দোতারা। সূত্রের খবর, দমদমের একজন বাসিন্দা শান্তিনিকেতনে চাকরি করতেন। কর্মসূত্রে সেখানে থাকার সময় ওই বাড়ি তৈরি করেছিলেন। অবসরের পর তিনি বাড়িটি মন্ত্রীকে বিক্রি করে দেন। তারপর জার্মানি থেকে রং নিয়ে এসে গোটা বাড়ি রং করিয়েছিলেন তিনি। শুধু রং করাতেই খরচ হয়েছিল ৮৫ লক্ষ টাকা। প্রশ্ন উঠছে, দুর্নীতির টাকা সাদা করতেই কি কেনা হয়েছিল শান্তিনিকেতনের এই বাড়ি?