Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ, কেমন আছেন রাখী সাওয়ান্ত?

শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ, কেমন আছেন রাখী সাওয়ান্ত?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 18, 2024 | 11:41 PM

অভিনেত্রী রাখি সাওয়ান্তের শরীরে বাসা বেঁধেছিল একটি বড় আকারের টিউমার। সেই টিউমারটিকে সরাতে অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। কাঁদতে-কাঁদতে অপরারেশন থিয়েটারে গিয়েছেন রাখি। হাসপাতালের বিছানা থেকেই ভিডিয়ো পোস্ট করে বলেছেন, "আমার খুবই কষ্ট হচ্ছে। আমাকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসব।"

কেরিয়ার জলাঞ্জলি?
রাজনীতিতে নিজের কেরিয়ার পোক্ত করার জন্যই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিতে চলেছেন মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত? ছেড়ে দিতে চলেছেন তাঁর এতদিনের তৈরি করা উজ্জ্বল কেরিয়ার? তাঁর কথায়, “ব্যাপারটা খুব একটা মন্দ হবে না তবে অনেক পরিচালকই আমাকে বারংবার ফোন করে বলছেন এমনটা যাতে আমি কিছুতেই না করি। ওঁরা একটাই কথা বলছেন। দয়া করে যেও না। ভাল অভিনয় করি, তবে কী আর করা যাবে?”

কীভাবে আহত ঐশ্বর্যা?
হাতে চোট নিয়েই কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। কীভাবে হাতে চোট লাগল তাঁর? জানা গিয়েছে, পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছে তাঁর। কিন্তু কানের ট্র্যাডিশন বজায় রাখতে চেয়েছিলেন রাইসুন্দরী। তাই আহত হওয়া সত্ত্বেও কানযাত্রা বাদদেননি রাইসুন্দরী।

রাখির শরীরে বড় টিউমার
অভিনেত্রী রাখি সাওয়ান্তের শরীরে বাসা বেঁধেছিল একটি বড় আকারের টিউমার। সেই টিউমারটিকে সরাতে অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। কাঁদতে-কাঁদতে অপরারেশন থিয়েটারে গিয়েছেন রাখি। হাসপাতালের বিছানা থেকেই ভিডিয়ো পোস্ট করে বলেছেন, “আমার খুবই কষ্ট হচ্ছে। আমাকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসব।”

মালাইকা ভাড়া দিলেন অ্যাপার্টমেন্ট
মালাইকা অরোরা নাকি ভুগছেন অর্থাভাবে। মুম্বইয়ের বিলাশবহুল এলাকায় নিজের ফ্ল্যাটটি এবার ভাড়া দিয়ে দিলেন অভিনেত্রী। ফ্ল্যাটের জন্য ভাড়াটে খুঁজছিলেন অভিনেত্রী। শেষ এক পোশাকশিল্পী ভাড়া নিলেন ফ্ল্যাটটি। কত ভাড়া জানেন, দেড় কোটি টাকা।

ভামিকার কেরামতি
অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ক্রিকেট তারকা বিরাট কোহলির কন্যা ভামিকার বয়স এখন তিন। এখনই কেরামতি দেখাতে শুরু করেছে খুদে তারকা সন্তান। এই তিন বছর বয়সেই নাকি ব্যাট ঘোরাতে শিখে গিয়েছে সে। কন্যাকে নিয়ে আবেগঘন বাবা-মা দু’জনেই।

এই কি ভালবাসা?
দিন পাঁচেক আগেই গাড়ি দুর্ঘটনার মৃত্যু হয়েছিল ‘ত্রিনয়নী’ খ্যাত অভিনেত্রী পবিত্রা জয়রামের। এবার ঘটে গেল আরও এক মর্মান্তিক ঘটনা। সহকর্মীর মৃত্যু সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিলেন সেই অভিনেত্রীরই সহঅভিনেতা, পুলিশ সূত্রে খবর তেমনটাই। প্রয়াত অভিনেতার নাম চন্দ্রকান্ত। নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্রে খবর, পবিত্রার দিন ওই একই গাড়িতে ছিলেন জয়রামও। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনিও। তবে সে দিন প্রাণে বেঁচে গেলেও বাড়ি ফিরেই হতাশা গ্রাস করতে থাকে তাঁকে। তাঁর শেষ কিছু পোস্টেও পবিত্রাকে নিয়ে একের পর এক লেখা। তাতে শুধু একটাই প্রশ্ন, “কেন এভাবে চলে গেলে?” এর পরেই এই ঘটনা।

হনিমুনে আদৃত-কৌশাম্বী
বিয়ে, রিসেপশন, সব অনুষ্ঠানই মিটেছে, এবার তো হিসেব মতো বরের হাত ধরে মধুচন্দ্রিমায় যাওয়ার পালা। আর সেটাই করেছেন নবদম্পতি আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। স্বামীর হাত ধরেই একান্ত যাপনে উড়ে গেলেন ‘আদৃতপ্রিয়া’ কৌশাম্বি। আর এখবর সামনে এসেছে খোদ ‘নতুন বউ’ ইনস্টাস্টোরির হাত ধরেই।

গর্বিত বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
গ্র্যাজুয়েট হলেন মহা-তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। হাতে উঠল শংসাপত্র। ছেলের এই বিশেষ দিনটায় সব কাজ ছেড়ে কোডাইকানালে চলে গিয়েছিলেন বুম্বাদা। সেখানকার ইন্টারন্যাশনাল স্কুলে পড়েন তৃষাণজিৎ। সুখবরটি নিজের ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করেছেন প্রসেনজিৎ। যতই সুপারতারকা হন প্রসেনজিৎ, তার গহন মনে লুকিয়ে থাকা পিতা এভাবেই চোখ থেকে আনন্দাশ্রু ফেলেন সন্তানের কৃতিত্বে। আজ দিনটা তাঁর এবং পুত্র মিশুকের।

পর্দায় ফিরছেন সায়ন মুন্সি
সায়ন মুন্সিকে এই প্রজন্ম কতটা চেনে জানা নেই। কিন্তু নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে তিনি সুদর্শন, সুপুরুষ, সু-অভিনেতা। অনেকদিন তাঁকে কোনও সিনেমায় দেখা যায়নি। এবার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর আসন্ন ছবিতে অভিনয় করবেন সায়ন। ছবির নাম ‘ডিয়ার মা’।