Lok Sabha Election 2024 LIVE: বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৫৬.৬৮%, পঞ্চমীতেও ভোটদানে প্রথম বাংলা

| Edited By: | Updated on: May 20, 2024 | 7:53 PM

Lok Sabha Poll 2024 Phase 5 Voting Live News and Updates in Bengali: বিহারের ৫টি আসন, ঝাড়খণ্ডের ৩টি আসন, মহারাষ্ট্রের ১৩টি আসন, ওড়িশার ৫টি আসন, উত্তর প্রদেশের ১৪টি আসন, পশ্চিমবঙ্গের ৭টি আসনে ভোট হয় সোমবার। এছাড়া জম্মু-কাশ্মীর ও লাদাখের আসনেও ভোট হয়। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশার ৩৫টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়।

Lok Sabha Election 2024 LIVE: বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৫৬.৬৮%, পঞ্চমীতেও ভোটদানে প্রথম বাংলা
ভোট দিলেন পীযূষ গয়াল ও অভিনেতা রাজকুমার রাও।Image Credit source: PTI

ভোটযুদ্ধ জারি। আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট পর্ব। মোট ৬ রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বিহারের ৫টি আসন, ঝাড়খণ্ডের ৩টি আসন, মহারাষ্ট্রের ১৩টি আসন, ওড়িশার ৫টি আসন, উত্তর প্রদেশের ১৪টি আসন, পশ্চিমবঙ্গের ৭টি আসনে ভোট হবে। এছাড়া জম্মু-কাশ্মীর ও লাদাখের আসনেও ভোট হবে। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশার ৩৫টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। আজ ভাগ্যপরীক্ষা হবে রাহুল গান্ধী , স্মৃতি ইরানি, রাজনাথ সিং, পীযূষ গয়াল, চিরাগ পাসওয়ান, ওমর আবদুল্লা সহ একাধিক নেতার। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 May 2024 07:52 PM (IST)

    ভোটগ্রহণ শেষ

    ভোটগ্রহণ শেষ। ইভিএম-ভিভিপ্যাট সিল করে ভোট কর্মীরা নিয়ে চললেন স্ট্রংরুমের উদ্দেশে।

  • 20 May 2024 07:50 PM (IST)

    বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৫৬.৬৮%

    লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় বিকাল 5টা পর্যন্ত 56.68% ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে। এখানে ব্রেকআপ আছে:

    বিহার: ৫২.৩৫%

    জম্মু ও কাশ্মীর: ৫৪.২১%

    ঝাড়খণ্ড: ৬১.৯০%

    লাদাখ: ৬৭.১৫%

    মহারাষ্ট্র: ৪৮.৬৬%

    ওড়িশা: ৬০.৫৫%

    উত্তর প্রদেশ: ৫৫.৮০%

    পশ্চিমবঙ্গ: ৭৩%

  • 20 May 2024 04:40 PM (IST)

    ৩টে পর্যন্ত ভোট পড়ল ৪৭.৫৩ শতাংশ

    লোকসভা ভোটের পঞ্চম পর্বে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৪৭.৫৩ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে লাদাখে, ৬১.২৬ শতাংশ। তারপর আছে পশ্চিমবঙ্গ (৬২.৭২ শতাংশ), খাড়খণ্ড (৫৩.৯ শতাংশ), উত্তর প্রদেশ (৪৭.৫৫ শতাংশ), ওড়িশা (৪৮.৯৫ শতাংশ), জম্মু ও কাশ্মীর (৪৪.৯ শতাশ), বিহার (৪৫.৩৩ শতাংশ) এবং মহারাষ্ট্র (৩৮.৭৭ শতাংশ)।

  • 20 May 2024 04:35 PM (IST)

    ভোট দিলেন শাহরুখ

    মুম্বইয়ের এক বুথে সপরিবারে ভোট দিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান।

  • 20 May 2024 04:06 PM (IST)

    ভোট দিলেন উদ্বাস্তু কাশ্মীরি পণ্ডিতরা

    জম্মু ও কাশ্মীরে ভোট দিলেন উদ্বাস্তু কাশ্মীরি পণ্ডিতরা। বারামুলা লোকসভা আসনের অন্তর্গত জাগতি শহরে তাদের জন্য এক বিশেষ ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল।

  • 20 May 2024 02:52 PM (IST)

    ইভিএম-এ মালা পরিয়ে গ্রেফতার

    মহারাষ্ট্রের নাসিকে নির্দল প্রার্থী হয়েছেন শান্তিগিরি মহারাজ। এদিন ভোট দেওয়ার পর তিনি ইভিএম-এ একটি মালা পরিয়ে দেন। এরপরই শান্তিগিরি মহারাজের বিরুদ্ধে ত্রিম্বকেশ্বর থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

  • 20 May 2024 02:49 PM (IST)

    কঙ্গনাকে কালো পতাকা

    হিমাচল প্রদেশের লাহৌল ও স্পিতি জেলার কাজায়, বিজেপির মান্ডি আসনের প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে কালো পতাকা দেখালেন কংগ্রেস কর্মীরা। এদিন কাজায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রধান বিরোধী নেতা জয়রাম ঠাকুরের সঙ্গে একটি জনসভা করেন কঙ্গনা রানাওয়াত।

  • 20 May 2024 01:46 PM (IST)

    রায়বরেলীতে ভোটার স্লিপ কাড়ল বিজেপি প্রার্থীর ভাই

    রায়বরেলীতে অশান্তি। বিজেপি প্রার্থীর ভাইয়ের বিরুদ্ধে কংগ্রেসের এজেন্টের হাত থেকে ভোটার স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি হয়।

  • 20 May 2024 01:36 PM (IST)

    রায়বরেলীর বুথে রাহুল

    রায়বরেলীর এক বুথে বিজেপি কর্মীরা ঝামেলা করছে খবর পেয়েই, সেই বুথে হানা দিলেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। এদিন সকাল থেকেই রায়বরেলীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি। দিন শুরু করেছেন এলাকার এক হনুমান মন্দিরে পুজো দিয়ে।

  • 20 May 2024 01:32 PM (IST)

    ভোট দিলেন ১ ফুট ৬ ইঞ্চির মহিলা

    উচ্চতা ১ ফুট ৬ ইঞ্চি। বালাঙ্গির লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাটনাগড়ের এক ভোটকেন্দ্রে ভোট দিলেন ৪৭ বছরের বিনিতা শেঠ।

  • 20 May 2024 11:54 AM (IST)

    রায়বরেলী যাচ্ছেন রাহুল গান্ধী

    আজ রায়বরৈলীতেও ভোট। ওয়েনাডের পাশাপাশি রায়বরৈলী থেকেও প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। আজ সকালেই তিনি লখনউ পৌঁছন। সেখান থেকে রায়বরৈলী যাবেন তিনি।

  • 20 May 2024 11:51 AM (IST)

    ভোট দিলেন ধর্মেন্দ্র

    ভোট দিতে এলেন অভিনেতা ধর্মেন্দ্রও।

  • 20 May 2024 11:50 AM (IST)

    ভোট দিলেন হেমা মালিনী ও এষা দেওল

    মুম্বইয়ের একটি বুথে ভোট দিলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। সঙ্গে ছিলেন স্বামী ধর্মেন্দ্র ও তাঁদের কন্যা এষা দেওল।

  • 20 May 2024 10:48 AM (IST)

    জম্মু-কাশ্মীরে ভোট দেওয়ার লম্বা লাইন

    জম্মু-কাশ্মীরে ভোটে দারুণ সাড়া। বুথে ভোটারদের লম্বা লাইন।

  • 20 May 2024 10:47 AM (IST)

    ভোট দিলেন রাজনাথ সিং

    লখনউতে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী রাজনাথ সিং।

  • 20 May 2024 10:00 AM (IST)

    ৯টা পর্যন্ত ভোট পড়ল ১০.২৮ শতাংশ

    লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট গ্রহণ চলছে আজ। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১০.২৮ শতাংশ। এরমধ্যে বিহারে ভোট পড়েছে ৮.৮৬ শতাংশ, জম্মু-কাশ্মীরে ভোট পড়েছে ৭.৬৩ শতাংশ, ঝাড়খণ্ডে ভোট পড়েছে ১১.৬৮ শতাংশ, লাদাখে ১০.৫১ শতাংশ, মহারাষ্ট্রে ৬.৩৩ শতাংশ, ওড়িশায় ৬.৮৭ শতাংশ, পশ্চিমবঙ্গে ১৫.৩৫ শতাংশ ভোট পড়েছে।

  • 20 May 2024 09:53 AM (IST)

    ভোট না দিলে শাস্তির দাবি পরেশ রাওয়ালের

    লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট দিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। ভোট দেওয়ার পর তিনি বলেন, “যারা ভোট দেন না, তাদের জন্য কোনও নিয়ম হওয়া উচিত যেমন অতিরিক্ত কর বা অন্য কোনও শাস্তি।”

  • 20 May 2024 09:51 AM (IST)

    ভোট দিতে এলেন স্মৃতি ইরানি

    আমেঠীতে ভোট আজ। এই আসনের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি এ দিন সকালেই একটি বুথে আসেন ভোট দিতে। ভোট দেওয়ার পর তিনি বলেন, নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমি।

  • 20 May 2024 09:20 AM (IST)

    সকলকে ভোট দিতে বললেন জাহ্নবী কপূর

    অভিনেত্রী জাহ্নবী কপূরও এদিন সকালেই ভোট দিতে আসেন। ভোট দেওয়ার পর তিনি সকলকে ভোট দেওয়ার আর্জিও জানান।

  • 20 May 2024 09:10 AM (IST)

    ভোট দিলেন পীযূষ গয়াল

    কেন্দ্রীয় মন্ত্রী তথা মুম্বই উত্তরের বিজেপি প্রার্থী পীযূষ গয়াল। তিনিও মুম্বইয়ের একটি বুথে সস্ত্রীক এসে ভোট দেন।

  • 20 May 2024 08:56 AM (IST)

    আমেঠীতে ইভিএম বন্ধের অভিযোগ

    উত্তর প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসন আমেঠী। এই কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন  কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। আজ সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই আমেঠীর একাধিক কেন্দ্রে ইভিএম বিকল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

  • 20 May 2024 08:50 AM (IST)

    ভোট দিলেন রাজকুমার রাও

    বলিউড অভিনেতা রাজকুমার রাও-ও সকালেই ভোটদান করলেন। মুম্বইয়ের একটি বুথে ভোট দেন তিনি।

  • 20 May 2024 08:46 AM (IST)

    ভোট দিতে এলেন RBI গভর্নর

    সপরিবারে মুম্বইয়ে ভোট দিতে এলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ।

  • 20 May 2024 08:43 AM (IST)

    ভোট দেওয়ার আর্জি সাধ্বী নিরঞ্জন জ্যোতির

    কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিও সকলকে ভোটদানের আর্জি জানালেন। তিনি বললেন, “গণতন্ত্রে ভোটদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা জাতীয় উৎসব। জনগণের অধিকার রয়েছে নিজেদের প্রতিনিধিদের বেছে নেওয়ার।”

  • 20 May 2024 07:58 AM (IST)

    ভোটের লাইনে দাঁড়িয়ে অনিল অম্বানী

    শিল্পপতি অনিল অম্বানীও সকাল সকাল মুম্বইয়ের একটি বুথে পৌঁছে গেলেন ভোট দিতে।

  • 20 May 2024 07:51 AM (IST)

    ভোট দিলেন অক্ষয় কুমার

    বলিউড অভিনেতা অক্ষয় কুমারও সকালেই মুম্বইয়ের একটি বুথে গিয়ে ভোট দেন। তিনি বলেন, “আমি চাই আমার দেশ আরও শক্তিশালী হোক। সেই বিষয়টি মাথায় রেখেই ভোট দিয়েছি। সকলের ভোট দেওয়া উচিত। এটা তাদের অধিকার।”

  • 20 May 2024 07:49 AM (IST)

    ভোট দিলেন মায়াবতী

    উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি নেত্রী মায়াবতী লখনউতে ভোট দিলেন। তিনি সমস্ত ভোটারদের ভোট দেওয়ার জন্য আর্জি জানান।

  • 20 May 2024 07:05 AM (IST)

    সকালেই মহিলা ভোটারদের লাইন

    সকালেই মতদানের গুরুত্বপূর্ণ দায়িত্ব সেরে ফেলতে চান মহিলারা। বিহারের মুজাফ্ফরপুরে একটি বুথের বাইরে দেখা গেল মহিলা ভোটারদের লম্বা লাইন।

  • 20 May 2024 06:56 AM (IST)

    বুথে বুথে ইভিএম পরীক্ষা

    আর কিছুক্ষণেই ভোট গ্রহণ শুরু হবে। তার আগেই চলছে মক পোল। পরীক্ষা করা হচ্ছে ইভিএম।

  • 20 May 2024 06:40 AM (IST)

    চলছে মক পোলিং

    ভোট গ্রহণ শুরুর আগে বিভিন্ন বুথে চলছে মক পোলিং।

  • 20 May 2024 06:29 AM (IST)

    ভোটদানের আর্জি মোদীর

    পঞ্চম দফায় দেশবাসীকে ভোটদানের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 20 May 2024 06:28 AM (IST)

    ৪৯ আসনে ভোট আজ

    আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট পর্ব। মোট ৬ রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বিহারের ৫টি আসন, ঝাড়খণ্ডের ৩টি আসন, মহারাষ্ট্রের ১৩টি আসন, ওড়িশার ৫টি আসন, উত্তর প্রদেশের ১৪টি আসন, পশ্চিমবঙ্গের ৭টি আসনে ভোট হবে। এছাড়া জম্মু-কাশ্মীর ও লাদাখের আসনেও ভোট হবে।

Published On - May 20,2024 6:26 AM

Follow Us: