LokSabha Election Phase 5: রাহুল গান্ধী-রাজনাথ-স্মৃতি ইরানি, পঞ্চম দফায় ভোট-পরীক্ষায় বসছেন যেসব ‘পরীক্ষার্থী’…
LokSabha Election Phase 5: এই দফায় উত্তর প্রদেশের রায়বরেলী কেন্দ্রে ভোট। এখান থেকে লড়ছেন কংগ্রেসের রাহুল গান্ধী। এবার ওয়ানাড থেকেও লড়েছেন রাহুল। গতবার এই কেন্দ্র থেকেই জয়ী হন তিনি। ভোট রয়েছে অমেঠীতেও। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কেন্দ্র। কংগ্রেসের প্রার্থী এখানে কিশোরীলাল শর্মা।
২০ মে পঞ্চম দফার ভোটে একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। মোট ৪৯ আসনে ভোট হবে। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় উত্তর প্রদেশের ১৪টি, মহারাষ্ট্রের ১৩টি, বাংলার ৭টি, বিহার ও ওড়িশার যথাক্রমে ৫টি করে, ঝাড়খণ্ডের ৩টি জম্মু-কাশ্মীর ও লাদাখের যথাক্রমে ২টি আসনে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই দফায় ৬৯৫ প্রার্থীর নির্ধারণ হবে।
এই দফায় উত্তর প্রদেশের রায়বরেলী কেন্দ্রে ভোট। এখান থেকে লড়ছেন কংগ্রেসের রাহুল গান্ধী। এবার ওয়ানাড থেকেও লড়েছেন রাহুল। গতবার এই কেন্দ্র থেকেই জয়ী হন তিনি। ভোট রয়েছে অমেঠীতেও। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কেন্দ্র। কংগ্রেসের প্রার্থী এখানে কিশোরীলাল শর্মা।
লউনউ থেকে লড়ছেন রাজনাথ সিং। বিহারের হাজিপুর থেকে প্রার্থী চিরাগ পাসওয়ান। এলজেপির প্রার্থী তিনি। মুম্বই উত্তরের প্রার্থী পীযূশ গোয়েল। জম্মু কাশ্মীরের বারামুলায় প্রার্থী ওমর আবদুল্লা। তাঁরও ভাগ্য পরীক্ষা সোমবার। বিহারের সরণ থেকে লড়ছেন আরজেডির রোহিনী আচার্য। শিবসেনা ইউবিটির অরবিন্দ সাওন্তেরও ভাগ্য নির্ণয় হবে এই দফায়।