Anubrata Mondal: ‘অনুব্রত বাড়ি আছো?’, ভোটের সকালে শুনশান ‘কেষ্ট ভবনে’ কাদের যেন ‘ডাকাডাকি’

Anubrata Mondal: একের পর এক নির্বাচনে এখানেই গৃহবন্দি ছিলেন কেষ্ট, ভোটের সকালে সেই বাড়িই একেবারে শুনশান। জেলবন্দি অনুব্রত মণ্ডল। জেলে তার কন্যাও। নির্বাচনের দিন এই বাড়ির সামনে পা রাখার জায়গা মিলত না। নেতা মন্ত্রী থেকে দলীয় কর্মী অনুগামীদের ভিড় লেগে থাকত।

Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2024 | 8:43 AM

বীরভূম: শুনশান বাড়ি। দরজা বন্ধ। নিচু পট্টির এই বাড়ির ছবি কোথাও যেন গোটা বীরভূম জেলার রাজনীতির একটা প্রতীকী চিত্র। জেলবন্দি অনুব্রত মণ্ডল। জেলে তার কন্যাও। নির্বাচনের দিন এই বাড়ির সামনে পা রাখার জায়গা মিলত না। নেতা মন্ত্রী থেকে দলীয় কর্মী অনুগামীদের ভিড় লেগে থাকত। কিন্তু আজ ছবিটা যেন সম্পূর্ণ বদলে গিয়েছে। চুপিসারে ডাকাডাকি চললেও নেই কারও সাড়া। প্রথমে দরজা বন্ধ থাকলেও পরে একটা দরজা খুলে সেখানে কয়েকজন পুলিশ কর্মী বসলেন। এরাই তাঁর বাড়ির প্রহরার দায়িত্বে।

এই বাড়ি থেকে বা পাশের দলীয় কার্যালয় থেকেই গোটা জেলা এবং বর্ধমানের একটা অংশের নির্বাচন নিয়ন্ত্রণ করতেন কেষ্ট। কিন্তু সেই কেষ্টই এখন তিহাড়ে। এদিকে চতুর্থ দফার লোকসভা ভোটে নির্বাচন হচ্ছে তাঁর বীরভূমেই। সূত্রের খবর, জেল থেকেই খোঁজ নিয়েছেন নির্বাচন নিয়ে। 

২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়েও নির্বাচন কমিশন তাঁকে গৃহবন্দি করেছিল। তাতে যে অবশ্য খুব একটা যায় এসেছিল এমনটা নয়। বাড়ি এবং দলীয় অফিসে বসেই ‘কাজ’ চালিয়েছেন তিনি। কিন্তু, আজ তাঁর অনুপস্থিতি অনেকটাই প্রকট। 

এদিকে অনুব্রতর অনুপস্থিতি বীরভূমের রাজনীতিতেও প্রকট। এদিকে অনুব্রতহীন বীরভূমে নতুন করে মাথাচাড়া দিয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা অনেক আগে থেকেই চালাচ্ছে বিজেপি। কেষ্টর বাড়ির সামনে পতাকা ফেস্টুন লাগিয়েছে বিজেপি। এলাকার মানুষের কথায়, অনুব্রত থাকলে এই দুঃসাহস কেউ দেখাতো না। এদিকে পুলিশের ঘেরাটোপের মধ্যেও অনুব্রতর বাড়ি ছাদে উড়তে দেখা গিয়েছে গেরুয়া পতাকা। জানা গিয়েছে, রাম-নবমীর দিন থেকে দেখা যাচ্ছে কেষ্টর বাড়ির ছাদে উড়ছে গেরুয়া পতাকা। তাতে লেখা জয় শ্রী রাম। তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জলঘোলাও হয়। 

তবে তৃণমূলের অনুব্রত ভরসায় কিন্তু কোনও খামতি নেই। ‘মনে রাখবেন, আমাদের মাথার উপর কেষ্ট আছেন’, বীরভূমে কর্মিসভায় গিয়ে কিছুদিন আগে এ কথাই বলেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। একেবারে জেলবন্দি অনুব্রতর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল তাঁকে। বীরভূমের নানা প্রান্তে প্রচারে জোর দিচ্ছেন এবারের তৃণমূল প্রার্থীরা। কিন্তু, সেখানেও বারবার ফিরে ফিরে আসছে কেষ্ট প্রসঙ্গ। তাই লোকসভা ভোটে বীরভূমে না থেকেও আছেন জেলবন্দি অনুব্রত, এমনটাই বলছেন রাজনীতির কারবারিরা। এক সময় এই অনুব্রতকে বীরভূমের বাঘ বলে সম্বোধন করেছিলেন  ফিরহাদ হাকিম। তাঁর গ্রেফতারির পর সুর চড়াতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এবার সেই অনুব্রতকে ছাড়া বীরভূমে তৃণমূল কেমন ফল করে সেটাই দেখার।