Sayantan Basu: দল নিয়ে এবার প্রকাশ্যেই অন্য বার্তা সায়ন্তনের! কীসের ইঙ্গিত দিলেন তিনি?
BJP Leader Sayantan Basu:
বীরভূম: রাজ্য নেতৃত্বের সঙ্গে মতবিরোধ নয়, বেশ কিছু ইস্যু রয়েছে যেগুলো সঠিক জায়গায় জানানো হয়েছে। বীরভূমের সিউড়িতে গিয়ে দলের সঙ্গে তাঁর সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সিউড়িতে ২ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী চুমকি অঙ্কুরের সমর্থনে চা চক্রে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন ১৯ নন্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস মিত্র। তাঁর হয়ে প্রচারে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। সায়ন্তন বসু বলেন, “নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানানো হয়েছে। ”
রাজ্য বিজেপিতে দলীয় অন্দরে মতবিরোধ বেশ কিছুদিন ধরেই চর্চায় ছিল। গত মাস দেড়েকে বিজেপিতে ক্রমেই বিদ্রোহের সুর জোরাল হয়েছে। শুরুটা হয়েছিল সায়ন্তন বসুর হাত ধরে। সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ পড়েন সায়ন্তন বসু। সঙ্গে সঙ্গেই হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান তিনি। সেই শুরু…গত কয়েকদিনে সেই রীতিই ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বিজেপিতে। সাংগঠনিক জেলা সভাপতি এবং ইনচার্জদের নাম ঘোষণা পরে উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার কয়েকজন বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। দলের রাজ্য ও জেলার বিভিন্ন গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন বাঁকুড়ার ৫ বিধায়কও। এরই মধ্যে সুর চড়িয়েছেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারিরা। দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য় করে বরখাস্ত হয়েছেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারিরা।
এদিকে, আবার দলের অপর বিদ্রোহী নেতা শান্তনু ঠাকুরের বাড়িতে বসেছে পিকনিকও। সেখানেই অংশ নিতে দেখা গিয়েছে সায়ন্তন বসুকে। গত দুমাসে আলোচনায় বিজেপি নেতা সায়ন্তন বসু। রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধ প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, রাজ্যের সঙ্গে কোন রকম মতবিরোধ নয়, আমাদের বেশ কিছু সমস্যা এসেছিল, সেগুলো আমরা সঠিক জায়গায় জানিয়েছি। আমাদের পার্টি ওয়ান ম্যান পার্টি বা ওয়ান ওম্যান পার্টি নয়। এখন আমরা সকলেই নির্বাচনের কাজে ব্যস্ত। তবে সময় এলে সমস্যার সমাধানও হবে।” বীরভূম জেলার বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই ভালো বলে জানান তিনি। তার সবসময়ই যোগাযোগ রয়েছে।
দলের সঙ্গে মতবিরোধ প্রসঙ্গে সায়ন্তন বসু স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সঙ্গে দলের কোনও মতের অমিল নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের সঙ্গে এখন বিদ্রোহের ইতি টানতে চাইছেন সায়ন্তন বসু। তাই নমনীয়।
আরও পড়ুন: Kolkata Fire: শাটারের নীচ থেকে গল গল বেরোচ্ছে ধোঁয়া, ফল ব্যবসায়ীর প্রায় দু’লক্ষ নগদ টাকা তখন ছাই