Birbhum: ২ বছরের শিশুকে নিয়ে মাঠে গিয়েছিলেন সৎ মা, তারপরই যা ঘটল…
Step mother allegedly kills child: শিশুটির বাবা মন্দির মার্ডি তাঁর স্ত্রীর কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে মহিলা জানান, শিশুটি তাঁর সঙ্গে মাঠে গিয়েছিল এবং পরে নিজেই বাড়ি ফিরে এসেছে। কিন্তু চাপের মুখে একাধিক পরস্পরবিরোধী কথা বলতে থাকেন। একসময় দাবি করেন, শিশুটিকে তিনি ঝাড়খণ্ডের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। বারবার বক্তব্য বদলানোয় সন্দেহ আরও ঘনীভূত হয়।

বীরভূম: দুই বছরের সৎ পুত্রকে নিয়ে মাঠে গিয়েছিলেন। মাঠ থেকে একাই ফেরেন। তারপর রান্না করে খান। কিন্তু, সৎ পুত্র কোথায়? খোঁজ পড়ল কয়েকঘণ্টা পর। আর সেই খোঁজ করতে গিয়েই সামনে এল বিস্ফোরক তথ্য। শিশুপুত্রকে মাঠেই মাথা থেঁতলে খুন করেন সৎ মা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটে। অভিযোগের ভিত্তিতে সুরজমুখী সোরেন নামে ওই মহিলাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রামপুরহাট থানার মাশড়া গ্রাম পঞ্চায়েতের তেঁতুল বাঁধি গ্রামের মন্দির মার্ডির সঙ্গে মাস দুয়েক আগে বিয়ে হয় সুরজমুখীর। মন্দির মার্ডির আগের পক্ষের স্ত্রী অন্য একজনকে বিয়ে করে চলে যান। তাঁদের ২ বছরের পুত্র বাবার সঙ্গেই থেকে যায়। এই অবস্থায় মাস দুয়েক আগে দ্বিতীয় বিয়ে করেন মন্দির মুর্মু।
মঙ্গলবার দুপুরে শিশুটিকে নিয়ে তার সৎমা বাড়ির কাছাকাছি মাঠের ধারে বেড়াতে যান। সন্ধ্যা ঘনিয়ে এলেও শিশুটি আর বাড়িতে ফিরে আসে না। সৎ মা একা বাড়িতে ফিরে এসে রান্না করে খাওয়া দাওয়া করেন। কয়েকঘণ্টার পর পরিবারের সদস্যদের মনে সন্দেহ দানা বাঁধে। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘ সময় ধরে খোঁজ চালিয়েও শিশুটির কোনও সন্ধান পাওয়া যায়নি।
শিশুটির বাবা মন্দির মার্ডি তাঁর স্ত্রীর কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে মহিলা জানান, শিশুটি তাঁর সঙ্গে মাঠে গিয়েছিল এবং পরে নিজেই বাড়ি ফিরে এসেছে। কিন্তু চাপের মুখে একাধিক পরস্পরবিরোধী কথা বলতে থাকেন। একসময় দাবি করেন, শিশুটিকে তিনি ঝাড়খণ্ডের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। বারবার বক্তব্য বদলানোয় সন্দেহ আরও ঘনীভূত হয়। পরিবার মাশড়া গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের খবর দেন। তাঁরা রামপুরহাট থানায় জানান।
এরপরই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত শিশুর মাথা থেঁতলে দেওয়া হয়েছে। বাড়ি থেকে এক কিমি দূরে তার দেহ উদ্ধার হয়। ওই মহিলাকে আটক করে পুলিশ। কেন তিনি সৎ পুত্রকে খুন করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
