Suri: ‘বাচ্চাটার পিঠে হাত বোলাচ্ছিল, তারপর দেখি দোকানের ভিতর ঢোকাচ্ছে’, চকোলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার নাবালিকা, পলাতক দোকান মালিক
Suri Minor harassment:স্থানীয় সূত্রে খবর, ওই নাবালিকা দোকানে গিয়েছিল চকোলেট কিনতে। অভিযোগ সেই সময় দোকানদার তাকে দোকানের ভিতরে নিয়ে যায়। এরপর ধর্ষণ করেন। গোটা বিষয়টি নজরে পড়ে যায় উল্টো দিকে থাকা একটি বাড়ির মহিলার। তাঁর দাবি, বাচ্চাটি দোকানের ভিতর ঢুকলেও বের হয়নি।
সিউড়ি: এবার সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে। বীরভূমের সিউড়ির একটি বাজারে নাবালিকা চকোলেট কিনতে গিয়েছিল। অভিযোগ, সেই সময় দোকান মুদিখানা দোকানের মালিক নাবালিকাকে ধর্ষণ করে বলে দাবি। অভিযুক্ত পলাতক। তবে আটক তাঁর দাদা। এ দিকে, এই ঘটনায় তুলকালাম এলাকায়। ভাঙচুর করা হল ব্যবসায়ীর দোকান।
স্থানীয় সূত্রে খবর, ওই নাবালিকা দোকানে গিয়েছিল চকোলেট কিনতে। অভিযোগ সেই সময় দোকানদার তাকে দোকানের ভিতরে নিয়ে যায়। এরপর ধর্ষণ করেন। গোটা বিষয়টি নজরে পড়ে যায় উল্টো দিকে থাকা একটি বাড়ির মহিলার। তাঁর দাবি, বাচ্চাটি দোকানের ভিতর ঢুকলেও বের হয়নি। অথচ, দোকানদার একাধিকবার বেরিয়ে এসে ক্রেতারদের জিনিস দিয়েছেন। তাতেই আরও সন্দেহ বাড়ে ওই মহিলা। এরপর তিনি খুঁজতে খুঁজতে নাবালিকার বাড়ি পৌঁছন। সেখানেই নাবালিকা কাঁদতে-কাঁদতে গোটা বিষয়টি স্বীকার করে বলে দাবি ওই প্রতিবেশীর।
প্রত্যক্ষদর্শী ওই মহিলা বলেন, “আমি তো নিজেই দেখেছি বাচ্চাটির পিঠে হাত বোলাতে-বোলাতে ও ভিতরে ঢোকে। কিন্তু বাচ্চাটা না বেরনোয় সন্দেহ হয়। আমি বেরিয়ে দোকানদারকে ধরি। কিন্তু ও স্বীকার করছিল। পরে বাচ্চাটার বাড়ি যেতেই ও সব বলে দেয়।” ঘটনার পর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ দিকে, এই ঘটনার পর একজোট হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। অভিযুক্তের দোকান ভাঙচুর করা হয়।