Suri: ‘সিউড়ির IC বোলপুরের নির্দেশ কাজ করে’, এবার বিতর্কিত মন্তব্য কাজল-ঘনিষ্ঠের
Suri: কিছুদিন আগেই বোলপুর থানার আইসি-কে অশ্লীল কথাবার্তা বলার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। এবার সিউড়ির আইসি-র বিরুদ্ধে মন্তব্য করলেন কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম।

বোলপুর: আবারও আলোচনার কেন্দ্রে পুলিশ। এবার সিউড়ি থানার আইসির বিরুদ্ধে সরব তৃণমূলের সিউড়ি ২ ব্লকের সভাপতি নুরুল ইসলাম। তাঁর অভিযোগ, বোলপুরের নির্দেশে সিউড়ি থানার আইসি কাজ করেন।
কিছুদিন আগেই বোলপুর থানার আইসি-কে অশ্লীল কথাবার্তা বলার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। এবার সিউড়ির আইসি-র বিরুদ্ধে মন্তব্য করলেন কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম। ঘটনার সূত্রপাত সিউড়ি ২ ব্লকের দমদমা গ্রামে অনুব্রত মণ্ডল অনুগামী সেখ হিরার বাড়ির পিছনে বোমা ফাটানোকে কেন্দ্র করে। বোমাবাজির ঘটনায় অভিযোগ ওঠে কাজল অনুগামীদের বিরুদ্ধে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই সিউড়ি থানার আইসিকে তীব্রভাবে আক্রমণ করেন নুরুল ইসলাম।
নরুল বলেন, “সিউড়ি ২ ব্লককে অশান্ত করার জন্য বোলপুরের নির্দেশে বকুল নামে অভিযুক্ত এক যুবক জায়গায় জায়গায় বোমা, আগ্নেয়াস্ত্র মজুত করেছে। ওঁকে গ্রেফতার করলেই সিউড়ি ২ শান্ত হয়ে যাবে। কিন্তু সিউড়ি থানার আইসিকে বারবার বলেও লাভ হয়নি।” তাঁর বিস্ফোরক অভিযোগ, “আইসি বোলপুরের নির্দেশে বকুলকে মদত দিচ্ছে। আমি জায়গা বলে দেব পুলিশ অভিযান চালালে সেখানে বোমা উদ্ধার হবে। কিন্তু সিউড়ি থানার আইসি করবেন না।” নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, সিউড়ি ২ নম্বর ব্লকে কেষ্ট-কাজল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব গত কয়েকমাসে একাধিকবার প্রকাশ্যে এসেছে। এর মাঝে শুক্রবার সকালে অনুব্রত অনুগামী শেখ হিরার বাড়ির পিছনে বোমা ফাটানোর অভিযোগ ওঠে কাজল অনুগামীদের বিরুদ্ধে। যদিও কাজল অনুগামীরা অভিযোগ অস্বীকার করে। সেই নিয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে এই মন্তব্য করেন নুরুল ইসলাম।
ঘটনাকে ইস্যু করেছে বিজেপি। বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ” নরুল আইসি-কে ফুল চন্দন মালা দিক। নুরুলেরই বোমার কারখানা রয়েছে। বোমা নিয়ে রাজনীতি করছে নুরুলরা। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে।”

