AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata-Kajal: বেড রেস্টে কেষ্ট, নানুরে স্বমহিমায় বিশাল মিছিল কাজলের

Anubrata-Kajal: অনুব্রতর ভাইরাল অডিয়ো নিয়ে যখন তোলপাড় বঙ্গ রাজনীতির আঙিনা, ঠিক সেই আবহে এখন নানুরে কাজলের এই সভা ঘিরেই তৈরি হয়েছে নতুন চর্চা। তবে কী ভোটের আগে ফের একবার বীরভূমে পায়ের তলার মাটি শক্ত করছেন কাজল? প্রশ্ন ঘুরছে বঙ্গ রাজনীতির আঙিনায়।

Anubrata-Kajal: বেড রেস্টে কেষ্ট, নানুরে স্বমহিমায় বিশাল মিছিল কাজলের
মিছিলে কাজল Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 03, 2025 | 8:18 PM
Share

নানুর: নানুরে রাস্তায় মিছিল নিয়ে হাঁটছেন কাজল শেখ। আর বোলপুরের নিচুপট্টির বিছানায় তখন আটকে গিয়েছেন অনুব্রত! সোজা কথায়, কেষ্ট যখন বেড রেস্টে তখন অন্যদিকে স্বমহিমায় মিছিল করছেন সভাধিপতি কাজল শেখ। মুহুর্মুহু অভিষেক বন্দোপাধ্যায়ের নামে উঠল স্লোগান। বিদেশ সফর শেষ করে তাঁর ফের বাংলায় ফেরার মুহূর্তকেই স্মরণীয় করে রাখতে চাইলেন কাজলরা। মঞ্চের পোস্টারেও দিকে দিকে শুধুই দেখা গেল অভিষেক বন্দনা। 

অনুব্রতর ভাইরাল অডিয়ো নিয়ে যখন তোলপাড় বঙ্গ রাজনীতির আঙিনা, ঠিক সেই আবহে এখন নানুরে কাজলের এই সভা ঘিরেই তৈরি হয়েছে নতুন চর্চা। তবে কী ভোটের আগে ফের একবার বীরভূমে পায়ের তলার মাটি শক্ত করছেন কাজল? প্রশ্ন ঘুরছে জেলার রাজনৈতিক মহলে। 

এদিন মঞ্চ উঠেই অভিষেকের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় কাজলকে। বলেন, “আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের দরবারে ভারতবর্ষকে তুলে ধরেছেন। ৫ দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাধিক বার্তা দিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্সের কথা বলেছেন।” যদিও কিছু সময়ের মধ্যে ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, “কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে আমাদের বাংলাকে পিষে দিতে চেয়েছে। বাংলাকে অবজ্ঞা, অবহেলা করেছে। একশোদিনের নায্য পাওনা থেকে ওরা বঞ্চনা করেছে।” একইসঙ্গে আবাস বঞ্চনা নিয়েও সুর চড়াতে দেখা যায় তাঁকে।