নন্দীগ্রামে নির্বাচন হয়ে গিয়েছে। কিন্তু, থামেনি মমতা-শুভেন্দু দ্বৈরথ। প্রচারে তৃণমূল সুপ্রিমোকে বারবার বেনজির আক্রমণ করেছেন অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বালুরঘাটে গিয়ে ফের একবার মমতাকেই নিশানা করলেন শিশির পুত্র। মুখ্য়মন্ত্রীকে ‘লেডি হিটলার’ সম্বোধন করে এ দিন শুভেন্দু বলেন, ”বুথে ঝগড়ুটে মহিলাদের বসাতে বলেছেন! আপনিই সবচেয়ে ঝগড়ুটে মহিলা। আপনার চেয়ে বেশি কেউ ঝগড়া করে না। আপনি সকলের সঙ্গে ঝগড়া করে বেড়ান।” অন্যদিকে, বিজেপির হয়ে নোয়াপাড়া বিধানসভায় প্রচারে যান মিঠুন চক্রবর্তী। সেখানে, তিনি বলেন, ”বিজেপি সন্ত্রাস ছড়ায় না। যদি কেউ সন্ত্রাস তৈরি করে তবে সে চাঁদে গেলেও তাকে টেনে নামানো হবে।’
দেখুন বঙ্গ যুদ্ধের সব লাইভ আপডেট
নববর্ষ উপলক্ষ্যে কলকাতায় রোড শো সারলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বেলেঘাটা থেকে মানিকতলা পর্যন্ত রোড শো থেকে শুরু করে বউবাজার পর্যন্ত রোড শো করেন মমতা। হুইলচেয়ারে বসেই কলকাতায় ভোট প্রচার সারেন তৃণমূল সুপ্রিমো। বেলেঘাটা, জোড়াসাঁকো, বউবাজারের তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেন মমতা।
এ দিন, আর্মহার্স্ট স্ট্রিটে পৌঁছে সোমেন মিত্রর নাম করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এটা সোমেনদার পাড়া।’ নির্বাচনের আগে সোমেন আবেগকে উসকে দেওয়ার পেছনে মমতা কোনও বিশেষ রাজনৈতিক পদক্ষেপ করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে সিঙ্গুরে প্রচারে গিয়েও সদ্য বিজেপিতে যোগদানকারী ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ঘোষের নাম করেছিলেন তৃণমূল সুপ্রিমো।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সঙ্গে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে লড়াইয়ের পরেই দল ছাড়েন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্ম নেয় তৃণমূল কংগ্রেসো। মহাশক্তিধর বাম দুর্গে ফাটল ধরানোর বিরুদ্ধে লড়াইয়ের ব্যাটন কংগ্রেসের হাত থেকে চলে আসে মমতার নেতৃত্বাধীন নবীন ঘাসফুল শিবিরের হাতে। সময়ের সঙ্গে সঙ্গে বাংলার বুকে ক্রমে গুরুত্ব হারাতে থাকে শতাব্দীপ্রাচীন কংগ্রেস। নির্বাচনে বিপর্যয়ের দায় নিয়ে, ১৯৯৮ সালে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ান সোমেন মিত্রও। পরে মমতার ডাকে সাড়া দিয়ে তৃণমূলে যোগ দিলেও সে অভিযান বিশেষ সুখকর হয়নি কোনও পক্ষের কাছেই। প্রায় দুই দশক পর ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি ফের প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ফেরেন। আমৃত্যু সেই দায়িত্বেই ছিলেন সোমেন।
বৃহস্পতিবার, মমতার রোড শোয়ে উপস্থিত ছিলেন জয়া বচ্চন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিছিলে হাঁটেন। সেখান থেকেই জনগণের উদ্দেশে বলেন, ”খেলা হবেই। বাংলায় কোনও পরিবর্তন হবে না।” জমায়েতের শেষে সকল কর্মী,আধিকারিক, সাধারণ মানুষ কলকাতা পুলিশকে ধন্যবাদ ও নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। পয়লা বৈশাখের সকালেই নিজের সোশ্যাল হ্যান্ডেলেও নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মমতা।
“নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে
শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে।।”শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
১৪২৮ কাটুক নিরাপদে, আনন্দে ও সুখ-শান্তিতে।— Mamata Banerjee (@MamataOfficial) April 15, 2021
কোভিডের (COVID Situation) কোপে কি বাংলার ভোট? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। জোর জল্পনা শুরু হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) অন্দরেই। সেক্ষেত্রে ২৪ এপ্রিল এক সঙ্গে হতে পারে তিন দফা। দিল্লিতে মুখ্য কমিশনারের বৈঠকে হচ্ছে চূড়ান্ত আলোচনা।
বিস্তারিত পড়ুন: ৩ দফার ভোট একসঙ্গে হলে হবে বাহিনী সঙ্কট! বড় চ্যালেঞ্জ কমিশনের
করোনার (COVID Situation) সংক্রমণ দু’লক্ষ পার। এক দিনে আক্রান্ত ২ লক্ষ ৭৩৯ জন। ফের হাজার ছাড়াল কোভিডে মৃতের সংখ্যা। গোটা দেশের যা ছবি, রাজ্যের ছবি ব্যাতিক্রম নয়। এই পরিস্থিতিতে শেষ ৩ দফার ভোট কি একসঙ্গে? দফা কমার ইঙ্গিত মিলেছে কমিশন (Election Commission) সূত্রে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ভোটের দফা কমানোর সম্ভাবনা। শেষ তিন দফার ভোট হতে পারে ২৪ এপ্রিল। বৃহস্পতিবার দিল্লিতে বিশেষ বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
বিস্তারিত পড়ুন: মৃতের সংখ্যা পেরল হাজার! অবশেষে ভোটের দফা নিয়ে বড় সিদ্ধান্তের পথে নির্বাচন কমিশন
ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত দুর্গাপুর (Durgapur)। পাণ্ডবেশ্বরে (Pandabeswar) এক বিজেপি কর্মীকে (Bengal BJP) মারধরের অভিযোগ। তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পান্ডবেশ্বর বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা অব্যাহত। বুধবার রাতে পশ্চিম বর্ধমানের শংকরপুরের চার নম্বরের এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষ বাধে। মহম্মদ মনসুর নামে বিজেপি-র এক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ তোলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী জিতেন্দ্র কুমার তিওয়ারি।
নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আর মাত্র দু’দিন। কিছুদিন আগেই বর্ধমানের (Purbo Bardhaman) রসিকপুরের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। রাস্তায় পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বলি হয়েছিল পাঁচ বছরের শিশুকে। আবারও সেই বর্ধমানের ভোটের দু’দিন আগে উদ্ধার হল বোমা। এই নিয়ে চাঞ্চল্য ছড়াল বর্ধমান সদরের জ্যোতিপল্লি গ্রামে। চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বিস্তারিত পড়ুন: নাতিকে নিয়ে বাড়ির উঠোনে বসে দাদু, ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমা! ভোটের দু’দিন আগে ভয়াবহ অভিজ্ঞতা বর্ধমানে
পূর্ব মেদিনীপুর: প্রচার সেরে গভীর রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত এক বিজেপি (BJP) কর্মী। বুধবার রাতে, মেচেদায় বাড়ি ফেরার সময়ে ওই কর্মীর উপরে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বিস্তারিত পড়ুন: প্রচার সেরে ফেরার পথে বিজেপি কর্মীকে মারধর, মুখে করা হল প্রস্রাব! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পঞ্চম দফার নির্বাচনের আগে অন্তিম প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হলেন নানুরের বিদায়ী বিধায়ক তথা সংযুক্ত মোর্চার তরফে সিপিআইএম (CPIM) প্রার্থী শ্য়ামলী প্রধান। বুধবার সন্ধ্যায় প্রচারে যান শ্যামলী। সেই সময়ে, স্থানীয় তৃণমূল নেতা নুরবান শেখ তাঁর প্রচারে বাধা দেন বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ ধরে বচসাও চলে। অভিযোগ, ওই তৃণমূল (TMC) নেতা আচমকা সকলের মধ্যে শ্যামলীকে হুমকি দিয়ে বলেন, ‘সিপিএম করলে হাত কেটে নেব।
বিস্তারিত পড়ুন: ‘সিপিএম করলে হাত কেটে নেব’,তৃণমূল নেতার হুমকির মুখে নানুরের বিদায়ী বিধায়ক